আমরা বারবার সতর্ক করে আসছিলাম ….ফেসবুকে একাউণ্ট খুলে চটকদার বিজ্ঞাপন বানিয়ে মডেল দিয়ে সাকসেস স্টোরিজের ভিডিও বানিয়ে যারা হরদম আমাদের ইনোসেন্ট ভিসা প্রত্যাশীদের সাথে দিনরাত প্রতারণা করে আসছিলো , তাদের ব্যাপারে সতর্ক সজাগ দৃষ্টি রাখতে | অনেকেই তা গায়ে মাখেন না ! কারণ, সমস্যা হচ্ছে আরেক জায়গায় —- আমাদের কিছু অভিভাবক ও স্টুডেন্টস আছেন যারা সবসময় সস্তা সার্ভিস খুঁজেন, পৌঁছানোর পর বডি কন্ট্রাক্টে পেমেন্টে বিশ্বাসী , অর্ধেক সার্ভিস চার্জ এখানে আর বাকি অর্ধেক ঐখানে যেয়ে কাজ করে পরিশোধ করলে উনার জন্যে সুবিধা ; এজেন্টের মালিকের একাউন্টে টিউশন ফি পরিশোধ করেন ; ভিসার আগেই টিকেট কেটে ফেলেন এইসব ভুলভাল প্রমিজ ও কর্মকান্ডে উনারাও কম যান না ! মাঝখান থেকে বদনাম হয় যাঁরা সত্যিকার অর্থে এই সেক্টরে ভালো কাজ করছেন | গত ২৪ বছর ধরে আমরা সোশ্যাল মিডিয়া , প্রিন্ট মিডিয়া , বিভিন্ন সেমিনার , কনফারেন্স , ফেস-টু-ফেস কাউন্সেলিংয়ে বারবার লিখে আসছি, বলে আসছি যে …..একটু বুঝে শুনে পা ফেলবেন | আমেরিকা কানাডা ও ইউরোপের ভিসা পাওয়া এতো সহজ কাজ নয় ! ইনভাইটেশন লেটার আনা , অফার লেটার আনা আর ভিসা পাওয়া এক কথা নয় ! আর ভিসা জমা দিলেই ভিসা হবে …এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে ?
এই সেক্টরে নতুন উৎপাত ……কিছু লোকজন ও ছাত্র-ছাত্রী আমেরিকা কানাডা নেমেই ইউটিউবে ফেসবুকে জ্ঞান বিতরণ শুরু করেন ; কয়েকজন ছাত্র-ছাত্রী মিলে আবার ফোরাম , ব্লগ খুলে বসেন | তারপর বুজুং-ভাজুং বুঝিয়ে লেনদেন শুরু করেন | ভিসা না হলে সোশ্যাল মিডিয়ার অদৃশ্যে থাকা এইসব তথাকথিত কন্সাল্টেন্টদের আর খুঁজে পাওয়া যায় না ! এইরকম শত শত ভুক্তভুগি কেস আমরা হ্যান্ডেল করেছি | কানাডায় পা রেখেই অনেকে আবার বিভিন্ন সাইটের উপদেষ্টা বনে যান | খুলে বসেন বাসা কাম অফিস ! শুরু করেন নানান ভিডিও – কানাডায় আসার সহজ প্রক্রিয়া !
আসলে অভাবের দেশে রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তা ও চাকুরীর মন্দা বাজারের চিত্রকে পুঁজি করে সকলেই এই সেক্টরকে নিয়ে মজা করবার ব্যবসা খুলে বসেছে | অথচ আমরা জানি , এডুকেশন সেক্টর যে কতবড় একটা ইন্ডাস্ট্রি , এখানে যে প্রতিদিন কত কিছু শেখার আছে , জানার আছে , সনদ নিয়ে বিজনেস করবার সিস্টেম আছে ; মিনিমাম রুলস আছে …সেইসব বিষয়ে এই দেশের ৯৯% এজেন্টস ও তাঁর মালিকদের কোনো ধারণাই নেই | সকলেই এসেছেন , কেমন করে এই সেক্টরটিকে দেশে বসে বিদেশে বসে ধ্বংস করা যায় !! ঘরে ঘরে এখন এতো কনসালটেন্ট এতো উপদেষ্টা এতো এতো অভিজ্ঞ এজেন্ট মালিক ও তাদের দোসর যে …আমরা নিজেরাই মাঝে মাঝে চিন্তায় পড়ে যাই , শা এসোসিয়েটস এই নষ্টের ভিড়ে শেষমেশ কষ্ট করে টিকে থাকবে তো ?
সরকারের উচিত …বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত এডুকেশন কন্সালটেন্সি ফার্ম ও ট্রাভেল এজেন্সি নিয়ে গঠনমূলক আলাপ-আলোচনার ভিত্তিতে একটি আধুনিক বিজনেস নীতিমালা প্রণয়ন করা ও সত্যিকারের এজেন্ট , ট্রাভেল এন্ড ট্যুর অপারেটরদেরকে এই বিজনেস করতে সার্বিক সহযোগিতা করা ! অন্যথা , সেইদিন বেশি দূরে নয় — যখন আপনার নেপাল কিংবা ভুটানের ভিসা পেতে এক বছর সময় লাগতে পারে ! আমেরিকা কানাডার আলাপ তো অনেক পরের কথা !
ধন্যবাদ জুনায়েদ আলম সরকার স্যারকে এ’ধরণের একটি চক্রের মুখোশ উন্মোচন করবার জন্যে ! Thank you Sir Mr. Junaed Alam Sarker, additional deputy commissioner of the Cyber and Special Crime Division of police’s detective branch (DB).
[ [ ছবি- সম্প্রতি আমেরিকান এম্বাসির সঙ্গে প্রতারণা করতে গিয়ে ধরা খাওয়া সাত কালপ্রিট ] ]