L O A D I N G

SA Associates Best Employee Award 2019 Goes To Finn Goswami

শা এসোসিয়েটস বেস্ট এমপ্লয়ী অ্যাওয়ার্ড ২০১৯ – দুবাই , ইউ.এ.ই.

গত ২০শে জানুয়ারী’২০২০ সোমবার ঘোষণা করা হয়েছে শা এসোসিয়েটস বেস্ট এমপ্লয়ী অ্যাওয়ার্ড ২০১৯ । এই প্রথমবার অতি সম্মানজনক বেস্ট এমপ্লয়ী অ্যাওয়ার্ড জিতে নিলেন আমাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অনঞ্জন গোস্বামী ( ফিন ) । দুবাইয়ের হোটেল তাজ-এ অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে শা এসোসিয়েটসের সিইও সুপ্রিয় কুমার চক্রবর্তী অনঞ্জনের হাতে এই পুরস্কারের সনদ তুলে দেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন । আমাদের সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ আল-আমিন এবারের বিজয়ী কর্মকর্তা অনঞ্জন গোস্বামীর হাতে মূল্যবান উপহার তুলে দেন । সনদ এবং উপহার ছাড়াও আগামী বছর সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বেস্ট এমপ্লয়ি আওয়ার্ডে অনঞ্জন গোস্বামী ( ফিন ) পাঁচ রাত ছয় দিন আনন্দ ভ্রমণের সুযোগ লাভ করবেন । পুরস্কার অনুষ্ঠান সমাপ্তির পর সিইও সকল কর্মকর্তাদের নিয়ে ফোর ষ্টার রিভার ক্রুজে ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন । ফিনকে শা এক্সিকিউটিভ টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment