L O A D I N G

ICEF শিক্ষা সম্মেলনে যোগ দিতে আমাদের চট্টগ্রাম অফিসের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ এখন বার্লিনের পথে!!!

আগামী ৪ঠা নভেম্বর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করতে গতকাল ঢাকা ছেড়েছেন শা এসোসিয়েটসের চট্টগ্রাম অফিসের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ দাস। বিশ্বের সব ওয়ার্ল্ড-ক্লাস এডুকেশন এজেন্ট ও খ্যাতনামা বিশ্ববিদ্যালয়-কলেজের সর্ববৃহৎ মিলনমেলার আয়োজক ICEF… আমেরিকা, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও ইউরোপের সব র‌্যাঙ্কিং বিশ্ববিদ্যালয় ও কলেজের এডমিশন অফিসারদের উপস্থিতিতে এ’ধরণের আয়োজনে শা এসোসিয়েটস প্রতিবারই অংশগ্রহণ করে থাকে। এবার চট্টগ্রামের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ স্যার তার ডাইনামিক পারফর্মেন্স দিয়ে আমাদের ছাত্র-ছাত্রীদের জন্য বয়ে আনবে অনেক সুসংবাদ, সেই অপেক্ষায় শা এসোসিয়েটসের পুরু চৌকষ টীম!! বার্লিনের প্রোগ্রাম সম্পন্ন করে তিনি ডেনমার্ক ও সুইজারল্যান্ড ভ্রমণ শেষে আগামী পনেরোই নভেম্বর দেশে ফিরবেন।

আমরা তার সেইফ জার্নি, গুড প্রেজেন্টেশন এন্ড ওয়েলকাম ব্যাক প্রত্যাশা করছি। — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment