L O A D I N G

How to Write a Curriculum Vitae (CV) for a Job Application – (Part-1)

কানাডার স্টুডেন্ট ভিসা এপ্লিকেশনে সিভি ( লাস্ট এডুকেশনের পর দুই বছরের অধিক গ্যাপ হলে ) নিয়ে দুটি কথা |সিভি বা রিজিউমি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো ক্ষেত্রে | চাকুরীর আবেদন থেকে শুরু করে বিয়ে-শাদী এমনকি ভিসার আবেদনে সিভি একটি ইম্পরট্যান্ট বিষয় | একটি সিভি আপনার টোটাল এডুকেশনাল কিংবা প্রফেশনাল ক্যারিয়ারে হাতের সামনে একটি ঝকঝকে আয়না | একটি সিভি দেখেই একজন এমপ্লয়ার কল করেন ….আপনাকে চাকুরীতে নেওয়া যাবে কিনা ? একটি সিভি দেখেই মেয়ের বাবা ডিসাইড করেন ….বিয়ের আলাপ আর এগুবে কিনা ? ঠিক তেমনি , কানাডার হাইকমিশনে কিংবা অনেক দূতাবাসে ভিসার আবেদনে সিভি জমা দিতে হয় | কানাডার ক্ষেত্রে দুই বছরের অধিক স্টাডি গ্যাপ হলে সেটা প্রযোজ্য | তবে ইউনিভার্সিটিতে আবেদনের ক্ষেত্রে সেটা থাকতেই হবে | এবার আসুন , জেনে নেই.. একটা ভালো সিভি আমরা কিভাবে লিখতে পারি ?গতানুগতিক একটা সিভি আপনার যে কোনো পরিকল্পনা, উদ্যেশ্য কিংবা পার্পাজকে এক মিনিটে নষ্ট করে দিতে পারে | সিভি লেখায় এসেছে ডাইনামিক রেভুলেশন | লন্ডনে একটা কোম্পানি আছে , একটা ভালো সিভি লিখে দিতে ১৫০ পাউন্ড থেকে ২০০ পাউন্ড চার্জ করে | বন্ধু-বান্ধবের কাছ থেকে সিভি ফরমেট ধার নিয়ে এডিট করে নিজেরটা তৈরী করে ফেললেন …ভাবলেন কাজ হয়ে গেছে || আসলে আপনি জীবনটাকে যত সহজ ভাবছেন , আসলে জীবনটা ততো সহজ নয় | একটা এফেক্টিভ সিভি কিভাবে লিখতে হয় …..কিভাবে লিখলে সেটা সর্বমহলে গ্রহণযোগ্য হবে, সেই বিষয়ে বিস্তারিত আলাপ করবো পরবর্তী পোস্টে | অপেক্ষায় থাকুন …..( শা অ্যাডমিন ম্যানেজার ) [ নিচে প্রদর্শিত ইমেজটি একজন ব্যক্তি, যিনি সিভি লেখার উপরে সার্টিফাইড স্পেশালিস্ট; তার মানে সিভি লেখার উপরেও আন্তর্জাতিক মানের কোর্স রয়েছে | এটা আপনার জন্যে একটা ছোট্ট মেসেজ ]

Leave a Comment