L O A D I N G

Capilano University তে পিজিডি করতে জাহিদ ভাই এখন বিশ্বের সেরা প্রাকৃতিক শহর কানাডার ভ্যাঙ্কুভারে।

এএনএম জাহেদী। নদী-বন্দর-দরগা, তিনে মিলে চাটগাঁ-র ছেলে। ব্রিটেনের Anglia Ruskin University & Universityy of Ulster থেকে অনার্স ও ডিপ্লোমা শেষ করেই সময়মতো দেশে ফিরলেন। তিনি বুঝতে পেরেছেন, ব্রিটেন থেকে আর কিছুই পাওয়ার নেই, শিক্ষার মূল্যবান এই সনদ ছাড়া। সার্কেলের বন্ধু-বান্ধবদের সাথে যোগাযোগ করে জানলেন মাস্টার্স অথবা পিজিডি করতে চাইলে কানাডা এই মুহূর্তে বেস্ট কান্ট্রি। অনলাইন ঘেটে-ঘুঁটে সব তথ্য জোগাড় করলেন। ঢাকায় পরিচিত কয়েকজনের মাধ্যমে জানতে পারলেন কানাডায় যেতে হলে শা এসোসিয়েটসে একবার যেতেই হবে। এমনও কয়েকজন বলেছেন, তাদের কাছে নাকি ডেভিড কপারফিল্ডের মতো জাদুকরী কিছু ক্ষমতা রয়েছে। জাহিদ ভাই আমাদের গুলশান ব্রাঞ্চের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার খালিদ হাসান স্যারের সাথে দেখা করে পুরো ইম্প্রেসড!! হতেই হবে, কারণ গুলশানের মতো অভিজাত এলাকায় অফিস পরিচালনা করতে হলে কোয়ালিটি সার্ভিস দেবার প্রতিশ্রুতি দিয়েই বসতে হবে। নইলে গুলশান সোসাইটিতে ব্যাড ইমেজ তৈরি হতে বেশিক্ষন লাগবে না। পাশাপাশি বারিধারা ডিপ্লোমেটিক জোন তো রয়েছেই। অতএব, আমরা কথায় এবং কাজে বিশ্বাসী। কানাডার ক্যাপিলানো ইউনিভার্সিটিতে পিজিডি করতে জাহিদ ভাইকে যা যা করা দরকার সবটাই যত্নের সাথে করেছেন খালিদ স্যার, ভবিষ্যতে বিজনেস অব একাউন্টিং বিষয়ে মাস্টার্স করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন জাহিদ ভাই। বিদেশের মাটিতে নিজেকে ভালভাবে প্রতিষ্ঠিত করার জন্যে শিক্ষার কোনো বিকল্প নেই। একটার পর একটা বিদেশী ডিগ্রী নিজের ক্যারিয়ারে সংযুক্ত করে জাহিদ ভাই সেটাই প্রমান করছেন। শা এসোসিয়েটসের সার্ভিস নেবার জন্যে আপনাকে ধন্যবাদ।

Leave a Comment