L O A D I N G

Canada Student Visa 2021 – Apply with SA Associates

আপনি কি নিজে নিজে ট্রাই করে কানাডার টপ রেঙ্কিং ইউনিভার্সিটি বা কলেজ থেকে অফার লেটার নিয়ে এসেছেন ? ভাবছেন, ফাইলটা কাউকে দেখিয়ে জমা দিলে ভালো হয় , তাই না !
আসলে প্রত্যেকটা কাজের জন্যই একজন মানুষ থাকেন, যিনি সেই বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ | সেই কথা আবার মুখে বললে হবে না , প্রমান থাকা চাই | বাস্তব প্রমান |

শা এসোসিয়েটসের ব্লগ তার একশো পার্সেন্ট জেনুইন প্রমান | হাজার হাজার ছাত্র-ছাত্রীদের সাফল্যের ছবি ও টেস্টিমোনিয়াল | এমনকি , আমাদের ফেসবুক পেইজ স্ক্রল করে নীচে নামলেই দেখা মিলবে হাজার হাজার স্টুডেন্টসদের হাস্যোজ্বল ছবির মেলা |

আর সেইজন্যই আমরা এতো জোর গলায় কথা বলি , আমাদের ভাষা এতো স্পষ্ট | আমাদের অফিসিয়াল নিউজলেটার আরেকটি উদাহরন | প্রতি তিন মাস পর পর প্রকাশিত নিউজলেটার প্রমান করে , আমাদের মুখের কথা লেখার ভাষা সব এক | সুতরাং , আমাদের দ্বারা ফাইল প্রসেস মানে আপনার সাফল্যের আলোক নিৰ্দেশিকা | তারপরেও কথা থাকে, একশো ফাইল জমা দিলে পাঁচজনের ভিসা না হতেই পারে, সেটা ধরে নেই আমাদের দুর্ভাগ্য | আপনাকে হাসি উপহার দিতে পারিনি , আমাদের কষ্টটা বেশী হয় | আপনার স্বপ্ন ভগ্ন মানে আমাদের ব্যর্থতা | কিন্তু , আমাদের চেষ্টার ত্রুটি থাকে না | মনে রাখবেন , একটা সিলি মিস্টেক আপনার শতভাগ সম্ভাবনাময় ফাইলকে যে কোনো সময় রিফিউজ্ড করে দিতে পারে | যদি আমাদের কাছে না ও আসেন, তারপরেও বলবো – খুব সতর্কতার সাথে খেয়াল করে নিখুঁত ভাবে ফাইল জমা দিবেন | আমরা আপনার সাফল্য কামনা করছি |

আমাদের দিয়ে ফাইল সাবমিশন করাতে চাইলে প্লিজ সরাসরি ডকুমেন্টস নিয়ে আসুন | সময় খুবই সীমিত | ইমেইল-এ ডকুমেন্টস পাঠিয়ে এপয়েন্টমেন্ট নিতে পারেন | ইমেইল আইডি : [email protected]
বিস্তারিত তথ্যের জন্য , আমাদের হোয়াটস্যাপ নাম্বারে কল করুন : 01755227766

বাইশ বছরের অভিজ্ঞতার একটা মূল্য তো অবশ্যই আছে , আপনি কি বলেন ? — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment