L O A D I N G

AIUB থেকে মন্ট্রিয়লের কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে ইলেকট্রিকাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্স করতে শুভ ভাই প্রস্তুত !

কংগ্র্যাচুলেশন্স বি এম ফাহমিদ জহুর শুভ | বাংলাদেশের টপ টেন প্রাইভেট ইউনিভার্সিটির একটি হচ্ছে AIUB- American International University-Bangladesh. সেই বিশ্ববিদ্যালয়ের মিনিমাম ৩০০ স্টুডেন্টস আমাদের সহযোগিতা ও সার্বিক সাপোর্ট নিয়ে এখন কানাডায় | ইতিমধ্যে অনেকেই এখন পার্মানেন্ট রেসিডেন্স কিংবা কানাডিয়ান পাসপোর্টের নাগরিক | ইঞ্জিনিয়ারিং-এর উপর অনার্স শেষ করে শুভ ভাইয়ের পরবর্তী মাস্টারপ্ল্যান ছিল কানাডায় মাস্টার্স ডিগ্রী করা | AIUB-র রেফারেন্স ছিল , শুভ ভাই সোজা চলে এলেন কর্পোরেট অফিসের সিনিয়র কনসালটেন্ট আল-আমিন স্যারের কাছে | দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আল-আমিন স্যার শুভভাইকে মন্ট্রিয়লের কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে ইলেকট্রিকাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্স করতে পরামর্শ দিলেন | কারণ, কানাডার এই ইউনিভার্সিটিতে AIUB-র কম করে হলেও ১০০০ স্টুডেন্টস আছেন , আছে ফোরাম | সেই ফোরামের সকলেই আমাদের স্টুডেন্টস | আমরা খুশি হই, যখন দেখি আমাদের পাঠানো স্টুডেন্টসরা কানাডার নামি-দামি প্রতিষ্ঠান , অফিস, ব্যাঙ্ক, সরকারি বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করেন | এতেই আমাদের কাজের সাফল্য ও তৃপ্তি | শুভ ভাইকে শা টিমের পক্ষ থেকে ধণ্যবাদ ও শুভেচ্ছা | — শা অ্যাডমিন ম্যানেজার

আল-আমিন স্যারের কাছে নেক্সট ইনটেক জানুয়ারী সেশনে ভিসার জন্যে সকল ধরণের সাপোর্ট এবং পরবর্তী সেশন মে’২০২২ ইনটেকে ভর্তি ও ভিসার সার্বিক সহযোগিতা পেতে এক্ষুনি কল করুন এই হোয়াটস্যাপ নম্বরে : 01755227766 অথবা স্যারের ইমেইলে সকল কাগজপত্র পাঠান [email protected]

Leave a Comment