L O A D I N G

5 Simple Questions | Please Answer

🇨🇦 কানাডায় উচ্চশিক্ষার জন্যে আপনি যদি মনস্থির করে থাকেন , তাহলে নীচের পাঁচটি পয়েন্ট খুব খেয়াল করে মনে রেখে তারপর সিদ্ধান্ত নেবেন ।। কোনো স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম বা এজেন্সির মাধ্যমে যাবেন কি যাবেন না, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ।।

👉 এক: আপনার আইইএলটিএস স্কোর মিনিমাম ৬.৫ আছে নাকি নেই ?

👉 দুই: আপনি কি পুরো কোর্সের টিউশন ফি বাংলাদেশ থেকে নিয়ে পড়তে যথেষ্ট সামর্থ্যবান ?

👉 তিন: আপনার কি লেখাপড়া না করে রিফিউজি ক্লেইম করে থেকে যাওয়ার ইচ্ছা আছে ?

👉 চার: আপনি কি মনে করছেন, কানাডায় একবার ঢুকতে পারলেই আপনার স্বপ্ন সফল ?

👉 পাঁচ: আপনি কি কোনো থার্ড পার্টির উপর আস্থা রেখে ভিসার জন্যে ফাইল জমা দেবার জন্যে প্রস্তুত ??

উপরের এই পাঁচটি প্রশ্নের মধ্যে আপনার যদি তিনটির উত্তর ও হাঁ হয়ে থাকে তাহলে আপনার জন্যে শা এসোসিয়েটসের দরজা খোলা । আপনার হ্যাঁ যুক্ত তিনটি প্রশ্নের উত্তর নিয়ে কথা বলুন আমাদের এক্সপার্টের সাথে । আপনার ধারণাই পাল্টে দেব ।। — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment