L O A D I N G

স্বপ্নের উড়ান : সফলতার গল্প@৫০

অনেক সময় আমাদের অনেক ভিজিটর অফিসে এসে প্রশ্ন করেন — আচ্ছা , আপনারা যে কানাডা ও আমেরিকা নিয়ে এতো কাজ করেন ; আপনারা কি সেই দেশে গিয়েছেন ?

যে কোনো ক্লায়েন্টসের প্রশ্নকে আমরা সন্মান করি | একজন মানুষের মধ্যে এই প্রশ্নটা আসা স্বাভাবিক | ফেসবুক খুললেই দেখা যায়—– আলু পটলের ব্যবসায়ী সে-ও এখন কানাডার ভিসা নিয়ে কাজ করছে | যে লোক সারাজীবন সৌদি আর মালয়েশিয়ার টিকিট কাটতো , সে-ও এখন কানাডার ভিসা করেন | এমন-ও লোককে আমরা চিনি , যে কিনা এখন পর্যন্ত্য ইন্ডিয়ার বাইরে অন্য কোন দেশে যাননি ; তিনি-ও কানাডার ভিসা নিয়ে জ্ঞান দেন ও কাজ করেন !! আমেরিকার ভিসা থেকে ইউরোপের ভিসা সবকিছু যেন কিছু লোকের কাছে পান্তা-ভাত , এমন একটা বিষয় দাঁড়িয়ে গেছে | কানাডার ভিসা স্টিকারকে এতো করুনভাবে এডিটিং করে প্রেজেন্ট করা হচ্ছে ; যা দেখে স্বয়ং কানাডা গভর্নমেন্ট-ও বোধহয় চিনতে পারবে না ; এই ভিসা স্টিকার কি আদৌ তাদের কিনা ? এই হচ্ছে আমাদের বর্তমান মৌসুমী ব্যবসায়ীদের কোয়ালিটি বিজনেসের নমুনা ! খুবই দুঃখজনক ও হতাশাজনক !!

আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টসদেরকে , প্রিয় ছাত্র-ছাত্রী ভাই-বোনদেরকে ; অভিভাবকদেরকে আশ্বস্থ করতে চাই যে, ২০০৬ সাল থেকে ২০২৩ সালের ৩১শে অক্টোবর পর্যন্ত্য আমাদের সিইও ও প্রতিটি অফিসার আমেরিকা কানাডা ব্রিটেন অস্ট্রেলিয়া ইউরোপের অলিগলি চষে বেড়িয়েছেন | ঐসব দেশের টপ রেঙ্কিং প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভিজিট করে আমরা ধারণা নিয়েছি — একজন বাংলাদেশী স্টুডেন্ট এখানে ভর্তি হলে কি কি সুযোগ-সুবিধা সে পেতে পারে ? বিশ্বের নানান এডুকেশনাল কনফারেন্সে অংশ নিয়ে আমরা এই বিজনেসের সম্পর্ককে একটা মাত্রায় নিয়ে গেছি | যার সর্বশেষ এচিভমেন্ট – ” Youth Counselling & Empowerment ” এর উপর ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আমাদের সিইওর অক্সফোর্ড অ্যাওয়ার্ড ফর এক্সসিলেন্স সনদ অর্জন | এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে ? আমাদের অনেক অফিসার নিজের ক্যারিয়ার গঠনের স্বার্থে এই অফিসের কাগজ এনওসি ব্যবহার করে আজকে আমেরিকা কানাডা ও জাপানে |

সুতরাং , আমরা ছাত্র-ছাত্রীদের ধারাবাহিক ” স্বপ্নের উড়ান – সফলতার গল্প ” লেখার আগে নিজেদের স্বপ্নকে সফল করেছি , নিজেদের ক্যারিয়ারের স্বার্থে | এখন পর্যন্ত্য আমাদের সকলের পাসপোর্টে আগামী ২০৩৩ সাল পর্যন্ত্য আমেরিকা কানাডা ব্রিটেন অস্ট্রেলিয়া ও দুবাইর মাল্টিপল ভ্যালিড ভিসা রয়েছে | আমরা অন্যের গল্প দেওয়ার আগে নিজেদের গল্প লিখে সবার কাছে উদাহরণ হয়ে থাকছি | আমাদের সোশ্যাল মিডিয়ার প্রতিটি লিংক ও পেইজে তার ছবি ও প্রেস-রিলিজ পোস্ট আকারে দিয়ে রেখেছি |

এই একই প্রশ্ন আপনি যখন অন্য কোনো ফার্মে যাবেন , দয়া করে একটু করবেন কি ? ফল সেশন ২০২৩ উপলক্ষ্যে চলমান একটানা পঞ্চাশ দিনের ধারাবাহিক স্বপ্নের উড়ানের আজকেই শেষ পোস্ট | আবার জানুয়ারী ২০২৪ এর সফলতা নিয়ে আগামী পহেলা জানুয়ারী থেকে | অপেক্ষায় থাকুন || —- শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment