L O A D I N G

স্টাডি প্ল্যান

আমাদের কাছে অনেক স্টুডেন্ট ভিসা রিফিউজ্ড হয়ে আসার পর আমরা তাঁদের কাছ থেকে ” স্টাডি প্ল্যান ” টা কেমন লিখেছেন , সেটা দেখতে চাই আগে | কারণ, ভিসা রিফিউজলের একটি কারণ – পার্পাজ অফ ভিজিট |
আর সেটার পিছনের মূল কারিগর স্টাডি প্ল্যান , যা অনেকেই আমাদের নিচের দেওয়া এই ইমেজটির মতন একটি স্টাডি প্ল্যান আমাদেরকে হ্যান্ডওভার করেন | যা দেখে আমরা তখনই ভেবে নেই, কেন ভিসা অফিসার এতো সম্ভাবনাময় ফাইলটি রিফিউজ্ড করেছেন ? তার প্রধান কারণ- হিজিবিজি, নন-টপিক্স, আননেসেসারি সাবজেক্ট ও উদ্দেশ্যহীন ফিউচার কনসেপ্ট নিয়ে স্টাডি প্ল্যান লিখে ভিসা অফিসারের মনকে বিগড়িয়ে দেওয়া | ফার্স্ট প্যারা পড়েই যদি ভিসা অফিসার বিরক্তি প্রকাশ করেন, তাহলে বাকিটা পড়ার প্রয়োজন কি ? ভিসার সম্ভাবনা সেখানেই ধূলিস্যাৎ ! ৯৫% ভিসা সাকসেস হওয়ার পিছনে মূল কারণ দারুন ডাইনামিক স্টাডি প্ল্যান |

শা এসোসিয়েটসের ডেডিকেটেড টিম আপনাকে এই ব্যাপারে হেল্প করতে প্রস্তুত ! আপনার স্টাডি প্ল্যান লেখার সময় আমরা আপনাকে পাশে বসিয়ে আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি , সেজন্যই আমাদের সাকসেস রেট ৯৫% | স্টাডি প্ল্যান লেখার সময় যে তিনটি জিনিস গুরুত্ব দেবেন সেগুলো হচ্ছে –

১. কি বিষয় নিয়ে লিখবেন ?
২. গ্লোবালাইজেশনের যুগে আপনার সাবজেক্ট কতটা ইম্পরট্যান্ট ?
৩. আপনি কিভাবে এই সাবজেক্টে নিজেকে মেলে ধরতে চান ?

আসুন, বুঝে-শুনে এক্সপার্টের হেল্প নিয়ে স্টাডি প্ল্যান লিখি | শা টিমকে নির্বাচিত করি | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment