L O A D I N G

সিইও-র লেখা নতুন বই ” আপন ভুবন “

লেখালেখির অভ্যাস তাঁর ছোট বেলা থেকেই | প্রথম প্রবন্ধ প্রকাশিত হয়েছে দৈনিক জামালপুর প্রবাহে সেই ১৯৮৬ সালে | তখন সিইও সুপ্রিয় কুমার চক্রবর্তী সবে মাত্র এসএসসি পরীক্ষা দেবার জন্যে প্রস্তুত | আর থেমে থাকেনি সেই কলম | এ’পর্যন্ত্য বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বাংলা ও ইংলিশ দৈনিকে প্রায় দুশো আর্টিকেল ছাপা হয়েছে | সবই বিদেশে উচ্চশিক্ষার খুঁটি-নাটি নিয়ম কানুন, বিভিন্ন দেশে ইমিগ্রেশন নিয়ে সপরিবারের যাওয়ার চুলচেরা বিশ্লেষণ ; ক্যারিয়ার টিপস, লাইফস্টাইল ইত্যাদি নিয়ে রয়েছে অনেক মূল্যবান তথ্য-উপাত্তের প্রবন্ধ নিবন্ধ | সকল আর্টিকেল নিয়ে লেখকের প্রথম বই প্রকাশিত হয় ২০১৬ সালে , বইয়ের নাম আপন আলয় | এরপর সিইও লিখলেন কবিতার বই, প্রকৃতির প্রতি অসম্ভব প্রেম তাঁর , দেশের প্রতি দেশের মানুষের প্রতি তাঁর এক বুক ভালবাসার অনবদ্য কবিতার পংতিমালা নিয়ে সাজানো কবিতার বই ” আপন খেয়াল ” প্রকাশিত হয় ২০১৮ সালে | আর এবার ২০২০ সালের একুশে বই মেলায় কাকলী স্টলে পাওয়া যাবে লেখকের তিনটি ছোটগল্প নিয়ে চমৎকার প্রকাশনা ” আপন ভুবন ” | অনিন্দ্যসুন্দর প্রেমের আবেগ , অনুভূতি ; হৃদয় নিংড়ানো ভালবাসার ভাল-মন্দ দিক নিয়ে সমসাময়িক সাহিত্যের বাইরে অন্যরকম তিনটি গল্প নিয়ে সাজানো বই ” আপন ভুবন ” | একুশে বইমেলার আগে বইটি পেতে হলে আপনাকে শা এসোসিয়েটস অফিসে এসে সংগ্রহ করতে হবে | শুধু বিজনেসই একজন সিইও-র মুখ্য বিষয় নয়; তাঁর বাইরে রয়েছে তাঁর আরো কিছু এক্সট্রা প্রতিভা | শা এসোসিয়েটসের প্রধান নির্বাহী কর্মকর্তা সুপ্রিয় কুমার চক্রবর্তীর তিনটি বই যেন সেই প্রতিভার ক্ষুদ্র বহিঃপ্রকাশ মাত্র | বই পড়ুন, বই উপহার দিন | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment