L O A D I N G

শা এসোসিয়েটস : নিয়মিত ভ্যাট ট্যাক্স দেওয়া একটি প্রতিষ্ঠান

১৯৯৮ সালের জুন মাস থেকে শা এসোসিয়েটসের যাত্রা শুরু | তখন সিটি কর্পোরেশন থেকে এক পাতার একটা ছোট্ট ট্রেড লাইসেন্স ইস্যু করা হতো | সেই থেকে যাত্রা শুরু , এখন অবশ্য ই-ট্রেড লাইসেন্স | তারপর শুরু ব্যবসার প্রয়োজনে ট্যাক্স দেওয়া | তখন এনালগ সিস্টেমে ট্যাক্স দেওয়া হতো | এখন অবশ্য ই-টিন এর অনুকূলে অনলাইন সাবমিশন | আস্তে আস্তে আমরা পারমিশন নিলাম বাংলাদেশ সরকারের ট্রেড মার্ক এন্ড কপিরাইটের অনুমোদন | আমাদের নাম দিয়ে আর কেউ অফিস খুলতে পারবে না , এমনকি এই লোগো পর্যন্ত্য কেউ ব্যবহার করতে পারবে না | তারপর ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনের একশোর বেশী রিকগনিশন | বিশ্বের প্রায় ত্রিশটি দেশ ভ্ৰমণ , আন্তর্জাতিক কনফারেন্স , সেমিনার , ফেম ট্যুর সবখানেই আমাদের অফিসারদের বিচরণ | আমাদের ব্লগ , আমাদের ওয়েবসাইট , ফেসবুক পেইজের বিশ বছরের খতিয়ানে স্পষ্ট করে লেখা আছে , ছবি সহ | এখন বুজরুকি আজগুবি কথা-বার্তা বলে কাউকেই বিশ্বাস করানো যাবে না , আমি অমুক, আমি তমুক | কে কোন সালে অফিস খুলেছেন , ট্রেড লাইসেন্সের কপি জমা দিলেই যথেষ্ট | কানাডা , ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি , নিউজিল্যান্ড, ইউরোপের সরকারি ওয়েবসাইটে আমাদের সিইও , এক্সেকিউটিভ কন্সাল্টেন্টদের ছবি সহ প্রোফাইল আপলোড করা আছে | টেকনোলজির এই ট্রান্সপারেন্ট জমানায় মানুষের চোখে ধুলো দিয়ে টাকা রোজগার করা এতো সহজ কাজ নয় ! ব্যক্তিগত সনদের কথা বাদই দিলাম | গত বাইশ বছরে আমাদের কার্যক্রম নিয়ে দেশের সকল পত্রিকায় পজিটিভ রিপোর্ট আমাদের বড় সম্পদ | গত দশ বছর যাবৎ অফিসিয়াল নিউজলেটার ” শা ইনফো বার্তা “-তে প্রকাশিত হয়েছে শা এসোসিয়েটসের পাঁচ হাজার ছাত্র-ছাত্রী , ইমিগ্রেন্ট , ভিজিটর ও ওয়ার্ক পার্মিট হোল্ডারের ভিসা রিসিভের সাকসেস স্টোরিজ, ছবি সহ | এবার আসি , সরকারের ভ্যাট নিয়ে | যেদিন থেকে ভ্যাট শব্দটা কনসালটেন্সি ফার্মের জন্য প্রযোজ্য হয়েছে , ঠিক সেই মাস থেকে শা এসোসিয়েটস অদ্যাবদি সরকারের কোষাগারে প্রত্যেক মাসে তার কন্সাল্টেন্সির পার্সেন্টিজ অনুযায়ী ভ্যাট দিয়ে যাচ্ছে | শা এসোসিয়েটস পেয়েছে ভ্যাট অফিস থেকে বিন ( BIN ) নম্বর |

আমি দেশের মাটিতে বসে বিজনেস করবো, আর সরকারকে ট্যাক্স ভ্যাট দেব না , এটা হতে পারে না | শা এসোসিয়েটস তার সূচনালগ্ন থেকেই ২০২০ সন পর্যন্ত্য নিয়মিত ভ্যাট ট্যাক্স পরিশোধ করে যাচ্ছে , ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে | আমরা মনে করি — দেশ বাঁচলে শা এসোসিয়েটস বাঁচবে | আমরা বেঁচে থাকবো | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment