L O A D I N G

ভিসা কনসুলার একটি ফাইল হাতে নেওয়ার পর কোন পাঁচটি বিষয়কে বেশী গুরুত্ব দিয়ে থাকেন ?

অনলাইনে ফাইল সাবমিশন হওয়ার পর একজন ভিসা কনসুলার তার পিসিতে একটি ফাইলের পক্ষে নানারকম ডকুমেন্টস আপলোডের মধ্য থেকে স্ক্রল করে যে পাঁচটি বিষয় অতি গুরুত্ব দিয়ে ভিসা দেওয়ার ব্যাপারে পজিটিভ ডিসিশন নেন, সেগুলো হচ্ছে-

প্রথমেই- আপনার অফার লেটার , ভার্সিটির নাকি কলেজের ? সাবজেক্ট, কোর্স এবং লেভেল অফ এডুকেশন | স্কলারশিপ আছে কিনা ?

সেকেন্ড- আপনার স্টাডি প্ল্যান , আপনার প্রিভিয়াস এডুকেশন ব্যাকগ্রাউণ্ড , সেটার সাথে সম্পৃক্ত কিনা কানাডার অফার লেটারের বিষয় ও কোর্স ! কোনো জব করেন কিনা , সেটার অফিসিয়াল লেটার , স্যালারি , ডিউরেশন ইত্যাদি !

থার্ড- আপনার ফাইনান্সিয়াল এফিডেভিট , সলিড ফান্ডের সোর্স , এনাউল ইনকাম , স্পন্সরের সোশ্যাল টাইস, আপনার পরিবারের সোশ্যাল এন্ড ফ্যামিলি টাইস — কি বাংলাদেশে কি কানাডায় ?

ফোর্থ- আপনার IELTS স্কোর , কিংবা এক্সট্রা সনদ , মিডিয়াম অফ ইন্সট্রাকশন লেটার , সিভি |

লাস্টলি — আপনার ডকুমেন্টস বিন্যাস , প্রতিটা ডকুমেন্টসের অথেন্টিসিটি , ভেরিফিকেশন রিপ্লাই ও সোশ্যাল মিডিয়াতে আপনার এক্টিভিটিস !

সুতরাং , কানাডায় উচ্চশিক্ষার ক্ষেত্রে ফাইল সাবমিশনে আপনি হয়তো সব বিষয়ে এক্সপার্ট না ও হতে পারেন , সেইজন্যই কানাডা সরকার এজেন্টসদের জন্যে চালু করেছে ” কানাডা কোর্স গ্রেজুয়েট-CCG ” সনদ এবং আপনি জেনে খুশি হবেন শা এসোসিয়েটসের প্রতিটি কর্মকর্তা CCG- সার্টিফাইড | সব বিষয়ে আপনি নিজেকে ওভার-স্মার্ট কিংবা ওভার-কনফিডেন্ট না ভেবে অন্তত এই বিষয়ে একজন এক্সপার্টের হেল্প নিয়ে তবেই অগ্রসর হবেন |

আমরা চাই, আপনার স্বপ্ন সফল হউক, এখন সেটা শা এসোসিয়েটসের মাধ্যমে কিংবা অন্য কোনো রেপুটেড এজেন্সির মাধ্যমে | ফেসবুকের কল্যানে গজিয়ে উঠা রাম-শাম-যদু-মধুর চক্করে আপনি পড়ুন, আমরা সেটা চাই না ! যে কোনো তথ্য ও পরামর্শের জন্য শা এসোসিয়েটস অফিসে আপনি স্বাগতম |

Leave a Comment