L O A D I N G

ফ্লাই করবার আগে আপনি কোনোকিছু ভুলে গেলেন কিনা , পরে এয়ারপোর্টে গিয়ে অযথা হয়রানির সম্মুখীন যেন না হয় সেইজন্যই আমাদের এই পোস্ট |

আগামী ১০ই আগস্ট ২০২২ থেকে আমাদের স্টুডেন্টসদের ফ্লাইট শুরু হতে যাচ্ছে | সেশন শুরুর ২৮দিন আগে ফ্লাই করবার IRCC-র নির্দেশনা থাকার কারণে এই সিদ্ধান্ত | যার জন্যে টিকেট প্রাপ্তি , কোর্স রেজিস্ট্রেশন , একোমোডেশন কনফার্ম , এয়ারপোর্ট রিসিভ সবকিছু মিলিয়ে এক টাইট শিডিউলের অবস্থা সৃষ্টি হয়েছে | এয়ার লাইন্সগুলোর কাণ্ডজ্ঞানহীন টিকেট ফেয়ার আমাদের অভিভাবকদের জন্যে বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে | আমাদের প্রায় একশোজন স্টুডেন্টসদের ফ্লাইট কনফার্ম করতে গিয়ে আমরা গলদঘর্ম ! ফল সেশনে সবসময় একটা বাড়তি চাপ থাকেই | তাই বলে এবার যে এই অবস্থা হবে আমরা কল্পনাও করিনি | যাই হউক, নিচের বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন | ফ্লাই করবার আগে আপনি কোনোকিছু ভুলে গেলেন কিনা , পরে এয়ারপোর্টে গিয়ে অযথা হয়রানির সম্মুখীন যেন না হয় সেইজন্যই আমাদের এই পোস্ট |

১. মোবাইলে ArriveCAN ডাউনলোড করে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে ফিলাপ করা ;
২. ভ্যাকসিনেশন কার্ড সঙ্গে রাখা ( ডাবল ডোজ )
৩. অফার লেটার কালার প্রিন্ট করে রাখা
৪. মোবাইলে ভার্সিটির ভর্তির যাবতীয় তথ্য লগইন ডিটেলস কনফার্ম করে রাখা
৫. স্পনসর ডকুমেন্টস , অরিজিনাল শিক্ষাগত যোগ্যতার সনদ বহন করা ( IELTS সহ )

অযথা বাড়তি ডকুমেন্টস ক্যারি করবেন না | মোবাইলে ধর্মীয় বয়ান, আলাপ-আলোচনার কোনোরকম ভিডিও ডাউনলোড করে রাখবেন না | অপ্রয়োজনীয় চ্যাটিং রাখবেন না | আশা করি আপনার জার্নি নিরাপদ ও সুন্দর হবে | ম্যাপেললীফের দেশ কানাডায় আপনাকে স্বাগতম | —- অর্ণব চক্রবর্তী , কান্ট্রি ম্যানেজার , টরন্টো অফিস, শা এসোসিয়েটস |

https://goo.gl/maps/NL7kaSQi85npXMu98

Leave a Comment