L O A D I N G

প্রসঙ্গ: ফলোয়ার্স রিভিউ এন্ড কমেন্টস

আমাদের পেইজে পোস্ট দেওয়ার পর অনেক কমেন্টস জমা হয় | আমরা চেষ্টা করি, সকলের উত্তর দিতে | অনেকের কমেন্টস আমরা ইনস্ট্যান্ট ডিলিট করি এন্ড তাকে ব্লক করি | কারণ, আমাদের কাছে মনে হয়েছে , উনার হাতে কোনো কাজ ছিলোনা তখন, ভাবলেন- শা এসোসিয়েটসের পেইজে একটু চুলকিয়ে যাই | এটা তার একটা বদভ্যাস | মন্দের ভিড়ে ভালোকে খুঁজে পেতে আমাদের দেরি হয় না ! আমরা সবসময় আমাদের কাজের যে কোনো গঠনমূলক সমালোচনা পছন্দ করি | কারণ, আমরা মনে করি- সকলের কাছে গ্রহণযোগ্য হতে হলে, পেতে হলে , আস্থার পুরো জায়গা দখল করতে গেলে দশজনের মতামত আমাদেরকে শুনতেই হবে | এবং আমরা সেটা শুনতে প্রস্তুত ! কিন্তু যিনি যেটাতে অভিজ্ঞ নন , তার সেই বিষয়ে কথা বলা মানেই বাচালতার লক্ষণ | আমরা সেইসব বাচাল ফলোয়ার্সদের অনেক আগেই ব্যান করেছি | আমাদের কাছে অত্যন্ত সাদামাটা একটি সহজ-সরল স্বীকারোক্তি কমেন্টস নজরে এসেছে |

আমরা আশরাফুল শেখ ভাইকে সন্মান করে বলছি , ধরুন – আপনি আপনার মায়ের জন্য ডায়মন্ডের ছোট্ট একজোড়া কানের দুল কিনবেন | আপনি ঢাকার বহুল পরিচিত ভেনাস জুয়েলার্সে গেলেন | পরিবেশটা খেয়াল করবেন | অযথা ভিড় নেই | একটা সুন্দর চিত্র চারিদিকে | বিক্রেতাদের ড্রেস কোড , আপনাকে আপ্যায়নের অফার , বিক্রয় রশিদ, গ্যারান্টি সার্টিফিকেট , সার্বিক ব্যবহার অবশ্যই আপনাকে মুগ্ধ করবে | এইরকম যে কোনো ব্রান্ডের শপিং মল অথবা আউটলেটের চিত্র সর্বত্র | আপনি যান গাউছিয়া , কিংবা চাঁদনীচক | সিটিগোল্ডের যে কোনো একটা জিনিস কিনতে | বিক্রেতাদের প্রধান টার্গেট – আপনার মানিব্যাগ থেকে কখন টাকা বের করে একটা নকল জিনিস হাতে ধরিয়ে দেবে | দুইদিন পর যান – চেঞ্জ করতে | আপনাকে চিনবে কিনা সন্দেহ ! এটাই বাস্তবতা | ডায়মন্ডের দোকানে সবসময় ভিড় কম থাকে | সিকিউরিটি থাকে | ঢাকনায় আবদ্ধ থাকে কাজের কোয়ালিটি | লক করা থাকে মূল্যবান গহনা |

ভালো সার্ভিসটা এমনি | আমরা চাইবো- আপনি একদিন আমাদের অফিসে এসে কথা বলবেন | কথার গল্পে বন্ধুত্ব হতে তো আপত্তি নেই | আপনার জন্য আসতে পারে যে কোনো সুযোগ | আমাদেরকে রিকমেন্ড করবার জন্য আপনার কাছে শা এসোসিয়েটস কৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করছে ! আমরা আমাদের সকল ফলোয়ার্সদের সন্মান জানাতে চাই | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment