L O A D I N G

ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে কি আমি ভুল করেছি ?

আমরা প্রায় সময় শুনে থাকি যে , ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়লে নাকি আমেরিকান এম্বাসি , কানাডিয়ান হাই কমিশন কিংবা অন্যান্য দূতাবাস উচ্চশিক্ষার জন্যে ভিসা দিতে চায় না ! এইসব মনগড়া আন্দাজে কথা বলার প্র্যাক্টিস সম্ভবত বাংলাদেশেই | ফেসবুকের বিভিন্ন স্টুডেন্ট ফোরাম ও ব্লগে এই নিয়ে নানান জ্ঞানগর্ভ আলোচনা , পরামর্শ , ডিমোটিভেশন ! এই দেশে যে কি পরিমান পন্ডিত ও কুতুব আছে , সেট নিয়েই একটা আদমশুমারি করা যেতে পারে !

খ্যাতনামা পাবলিক এন্ড প্রাইভেট ইউনিভার্সিটিতে না পড়লে ……. উচ্চশিক্ষার জন্যে বিদেশ যাওয়া যায় না ; যাঁরা এইসব মূর্খের মতো অপপ্রচার করে বেড়ান , তাদেরকে বলবো আমাদের সাকসেস স্টোরিজের পেইজ ব্রাউজ করে দেখার জন্যে ! আর আজকের প্রথম আলোর এই স্পেশাল প্রতিবেদন সকলের জন্যে একটি বার্তা ! কংগ্রাচুলেশন্স ম্যাডাম ইসরাত জাহান !

Leave a Comment