L O A D I N G

কানাডার লেকহেড ইউনিভার্সিটিতে মাস্টার্স অব ম্যানেজমেন্ট এর উপর উচ্চশিক্ষা নিতে আনিস ভাই এখন টরোন্টোর সুনীল আকাশে প্রকৃতির নজরকাড়া উঠি উঠি Summer সৌন্দর্য্য উপভোগে ব্যস্ত

নদী-বন্দর-দরগা; তিনে মিলে চাটগাঁর অলিখিত ম্যাজিশিয়ান জুয়েল আইচ কিংবা ডেভিড কপারফিল্ড বলতে পারেন আমাদের চট্টগ্রাম অফিসের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ স্যারকে | সেই কারিশমা উনি অনেকবার দেখিয়েছেন , চট্টগ্রামের প্রায় চারশো স্টুডেন্টসের ভাগ্য পরিবর্তনে মনোজিৎ স্যারের ভূমিকা আশা করছি সংশ্লিষ্ট ভিসাপ্রাপ্ত প্রতিটা পরিবার সারাজীবন মনে রাখবেন | ঠিক তেমনি আরেকজন ভাগ্যবান স্টুডেন্ট আনিসুল ইসলাম | পাহাড়িকন্যার কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিদ্যাপীঠ ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগাং থেকে বিবিএ শেষ করে আনিস ভাই চলে এলেন মনোজিৎ স্যারের কাছে | স্বপ্ন আর আশার সন্নিবেশনে তৈরী হলো কানাডায় যাওয়ার ফ্লায়িং ব্রিজ | কানাডার লেকহেড ইউনিভার্সিটিতে মাস্টার্স অব ম্যানেজমেন্ট এর উপর উচ্চশিক্ষা নিতে আনিস ভাই এখন টরোন্টোর সুনীল আকাশে প্রকৃতির নজরকাড়া উঠি উঠি Summer সৌন্দর্য্য উপভোগে ব্যস্ত | ধন্যবাদ আনিস ভাই মনোজিৎ স্যারের সাথে ম্যাজিকেল মোমেন্ট কাটানোর জন্যে | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment