L O A D I N G

কানাডার ইউনিভার্সিটি অফ উইন্ডসর-এ মাস্টার্স অফ মেডিকেল বায়োটেকনোলজি বিষয়ে পড়তে ডাঃ ফারিয়ান তাবাস্সুম আহমেদ!

ডাঃ ফারিয়ান তাবাস্সুম আহমেদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস শেষ করে IELTS টা করে ফেললেন | ঢাকা শহরের বিশিষ্ট ধনাঢ্য ব্যবসায়ী জামালউদ্দিন সাহেব তাঁর দুই মেয়ের লেখাপড়ার ব্যাপারে কোনোরকম কম্প্রোমাইজ করতে রাজি নন | উচ্চ শিক্ষার জন্যে সবচেয়ে বেস্ট সিদ্ধান্তটা নিলেন তিনি | ফারিয়া ম্যাডামের সাথে কথা বলে চলে আসলেন শা এসোসিয়েটসের ভিসা কনসালটেন্ট বাপন সাহার কাছে | কানাডার ইউনিভার্সিটি অফ উইন্ডসর-এ মাস্টার্স অফ মেডিকেল বায়োটেকনোলজি বিষয়ে পড়ার পরামর্শ দিলেন বাপন স্যার | একজন কনসালটেন্টের সঠিক পরামর্শ যে জীবনের এডুকেশনাল ক্যারিয়ার-এ কত গুরুত্বপূর্ণ , সেটা জামালউদ্দিন সাহেব আর ফারিয়ান ম্যাডাম যথার্থভাবেই মূল্যায়ন করেছেন বলেই শা এসোসিয়েটস আজ এই অবস্থানে আসতে পেরেছে | নির্দিষ্ট সময়ে ভর্তি ও ভিসা দুটো জিনিস সঠিক সময়ে বাপন স্যারের কাছ থেকে পেয়ে যারপরনাই আনন্দিত ম্যাডাম ফারিয়ান | খুশিতে বাবাকে জড়িয়ে এই’রকম একটা ছবি তুললে মন তো এমনিতেই ভালো হয়ে যাবার কথা | আমরা এই ধরণের পারিবারিক বন্ধনের ছবিকে সবচেয়ে বেশী গুরুত্ব দেই, কারণ ডাঃ: ফারিয়ানরা আছে বলেই আমরা আজ এতটা ভালো জায়গায় আসতে পেরেছি | ডাঃ: ফারিয়ানকে আমাদের হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও ভালোবাসা |

Leave a Comment