L O A D I N G

কনফিডেন্স ও IELTS এক্সাম

সিমরীন লুবাবা ! ফেসবুক আর ইউটিউবের কল্যানে মোটামুটি সকলেরই চেনার কথা ! সমসাময়িক বিষয় নিয়ে কথা বলা ও বাংলাদেশের মিডিয়াতে শিশুশিল্পী হিসেবে সুঅভিনয় করে খ্যাতি পাওয়া ছোট্ট এই মেয়েটির নাম সিমরীন লুবাবা | আজকে আমাদের ফেসবুক পেইজে তাকে নিয়ে দু’লাইন লেখার কারণ হলো – সম্প্রতি ” মুজিব – একটি জাতির রূপকার ” ঐতিহাসিক বাংলা ছবি মুক্তি পাওয়ার পর সিমরীন অনেক মিডিয়ার ক্যামেরা ইউনিট ও রিপোর্টারদের সামনে যেভাবে নিজেকে এই ছবি নিয়ে তার ব্যক্তিগত মতামত দিয়েছে — আমরা পুরো সাক্ষাৎকার শুনে শুধু এটুকুই বলবো- একেই বলে আপ টু দ্যা মার্ক লেভেলের কনফিডেন্স ও সাহস | একজন পরিণীত মাস্টার্স পাশ করা স্টুডেন্টসের পক্ষেও বোধহয় এমন গুছিয়ে কথা বলা সম্ভব নয় ! ছবি দেখতে যাওয়ার সময় জাতির পিতার পোশাক বানিয়ে তারপর সেটা পড়ে যাওয়া ও মিডিয়ার সামনে স্পিচ দেওয়া এতো সহজ কাজ না ! আর সেটা সিমরীন করে দেখাতে পেরেছে , তার কারণ — নিজের প্রতি কনফিডেন্স , জানার চেষ্টা , বলার অভিব্যক্তি ও ভিতরের সুপ্ত সাহস |

আমাদের কাছে অনেক স্টুডেন্টস IELTS-এ অল্প স্কোর নিয়ে আসলে বলি — আপনি আরেকবার ট্রাই করেন | একটা মডিউলে কম স্কোর আসছে , আরেকবার এক্সাম দিলেই ওভারঅল 7.0 পাবেন | এই স্কোর পেলে ভর্তি ও ভিসা পেতে অনেক ইজি হবে | কিন্তু ছাত্র-ছাত্রীরা অল্পতেই হাল ছেড়ে দিয়ে বলেন– না স্যার , আর এক্সাম দিতে পারবো না ! এই স্কোর দিয়েই ট্রাই করেন | এটা কেমন কথা ? এই বয়সেই সামান্য একটা IELTS এক্সাম দিতে গিয়েই হাল ছেড়ে দেন, ভবিষ্যতে নানান ক্রিটিকেল সিচুয়েশন সামাল দিবেন কিভাবে ?

সিমরীন সকলের জন্য একটা উদাহরণ হতে পারে | মুজিব – একটি জাতির রূপকার ছবি দেখার পর তার ইন্টারভিউটা ব্রাউজ করে দেখে নিবেন | আপনাদের সুবিধার্থে আমরা-ও নিচে কমেন্টস বক্সে লিংক দিয়ে দিলাম | তার কথা বলার ধরণ স্টাইল এক্সপ্রেশন ইনফর্মেশন ডেলিভারি আমাদেরকে মুগ্ধ করেছে | বয়সে ছোট হলেও তার কাছ থেকেও আমাদের অনেক কিছুই শেখার আছে |

যে কোনো বিষয়ে সাফল্য লাভ করতে গেলে আপনাকে লেগে থাকতে হবে, ভিতরের সুপ্ত সাহসকে জাগিয়ে তুলতে হবে ; হাল ছেড়ে দিলে হবে না | চেষ্টার পর চেষ্টা চালিয়ে যেতেই হবে | আপনি একটা ইংলিশ টেরিটরি কান্ট্রিতে যাবেন , আর IELTS করবেন না ; এটা হতে পারে না ! without IELTS-এ যারাই আপনাকে কানাডা ও আমেরিকা যাওয়ার জন্য পরামর্শ ও সুযোগ-সুবিধা দিচ্ছে ; আমরা বলবো , তারা জেনে-শুনে , বুঝে-শুনে আপনাকে একটা মহা বিপদে ফেলে দিচ্ছে | এইসব প্রতারক ও ভন্ডদের থেকে নিজেকে দূরে রাখুন | আমেরিকা ও কানাডায় without IELTS-এ লেখাপড়া করতে যাওয়া মানেই আপনি আনঅফিসিয়ালি একজন আনস্কিল্ড লেবার যাচ্ছেন , আর কিছু না | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment