L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স হাসান মোক্তাদির ফাহিম | IELTS 6.0

স্বপ্নের উড়ান : সাফল্যের গল্প – ৪৩
ছয়ে ছক্কা – IELTS 6.0

কংগ্র্যাচুলেশন্স হাসান মোক্তাদির ফাহিম |

আবারো চাটগাঁইয়ার গল্প |

” ফুয়াদেল্লাই ছাড়িত ন পারির,
কেঁডারলাই গিলিত ন পারির। “

“ইচকিম ইচকিম হাইমর দাঁরা
হাইম গেইয়ে রাজার বারা
রাজার বউয়ের বাইট্টে চুল
টাইনতে টাইনতে লাম্বা চুল
লাম্বা চুলেত্তলে
দুওয়ো বাত্তি জ্বলে
সোনার আত হাডি দিলাম
কেঁচেঁত”
( চাটগাঁর অতি পরিচিত ছোটবেলার খেলার একটি শ্লোক )
বাংলা অনুবাদ : ( ফাহিম ভালো বলতে পারবে )

গম আছো ন ফাহিম ?
চট্টগ্রামের শ্যামলী পলিটেকনিক থেকে ডিপ্লোমা শেষ করে ফাহিমের ইচ্ছে – কানাডায় গিয়ে গ্র্যাজুয়েশন করা | পরিবারের কিছু সদস্য মন্ট্রিয়লে থাকেন , তাঁদের সাপোর্টটাই অনেক বড় একটা বিষয় ও ফাহিমের কাছে আস্থা ও ভরসার জায়গা | সেই স্বপ্নকে হৃদয়ে ধারণ করে ফাহিম IELTS এক্সামে স্কোর তুললো 6.0 | চট্টগ্রামের অনেক বড় একটা নেটওয়ার্ক শা এসোসিয়েটসের | ২০০৯ সালে শা এসোসিয়েটস যখন অফিস উদ্ভোধন করেছিল, তখন থেকে সেই যাত্রা আর থামেনি | এর মধ্যে কত ফার্ম অফিস ক্লোজ করে অন্য বিজনেসে ঢুকে গেছে, কিন্তু শা এসোসিয়েটস তার আগের জায়গায় রয়ে গেছে , সগৌরবে |

আমাদের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ স্যার শক্ত হাতে সেই হাল ধরে রেখেছেন সততা , বিশ্বাস আর কমিটমেন্টের সার্ভিস দিয়ে | ফাহিমকে তার স্বপ্নের দেশ কানাডার মন্ট্রিয়লে অবস্থিত লা-সালি ( La Salle College ) কলেজে হোটেল ম্যানেজমেন্ট এন্ড ট্যুরিজমের উপর থ্রি ইয়ার্স ডিপ্লোমা ( DEC in Tourism ) করতে ফাহিম এখন কুইবেকে | ইউটিউবের জনপ্রিয় হাসির চ্যানেল Just for Laughs GAGS যে শহরের প্রতিটি কোনায় কোনায় ধারণ করা | যে শহরের মানুষ শুধু হাসতে জানে, যে কাউকে ভালোবাসতে জানে | — শা অ্যাডমিন ম্যানেজার

চট্টগ্রামের একটি কবিতা দিয়ে শেষ করি আজকের এই পোস্ট-

[ তোয়ারে আ্যয় ভালবাচি-
তুয়ুই হড়ে আচিলা ?
তোয়াল্লাই আ্যর পেটপোরে-
তুয়ুইত নবুজিলা ?
“”””””””””””””””””””””
তুয়ুই যদি অইতা আ্যর
মনত সুখ পাইতাম আ্যই ,
সমে সমে রেইত অইলে হোয়ব দেই
বাসর গরত তুই এদ্দে আ্যই ।
“”””””””””””””””””””””””””””
তোআ্যরে যদি পেইতম
সত্ত সত্ত হাচে ,
যতন গরি আদর গইত্তাম
মনর খাইচে ।]

আশা করছি পুরোটা ট্রান্সলেট করে ফাহিম কমেন্টস বক্সে দিয়ে রাখবেন আমাদের অগণিত ফলোয়ারদের জন্য !

Leave a Comment