L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স সৈকত বৈদ্য | IELTS 7.0

কংগ্র্যাচুলেশন্স সৈকত বৈদ্য |

নদী-বন্দর-দরগা , তিনে মিলে চাটগাঁ ! সেই চাটগাঁর পাহাড়ের কোল ঘেঁষে বেড়ে উঠা সৈকতদা গ্র্যাজুয়েশন ( বিবিএ মেজর ইন একাউন্টিং ) শেষ করলেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে | তারপর মনে মনে লালন করতেন বিদেশে গিয়ে মাস্টার্স করবার অদম্য ইচ্ছা ও বাসনা | নিজেকে প্রস্তুত করা শুরু করলেন , IELTS-এ স্কোর করলেন 7.0 |

আমাদের চটগ্রাম অফিসের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ স্যারের সঙ্গে একটা বোঝাপড়া হয়ে গেলো | ভয় একটাই — সোশ্যাল মিডিয়াতে কিছু নাম-না-জানা ঠিকানাবিহীন পোটেনশিয়াল ফোটেনশিয়াল ফোরামে প্রচার করে বেড়াচ্ছে —ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আবেদন করলে অফার লেটার ও পাওয়া যায়না, ভিসা-ও পাওয়া খুবই কষ্টের | সাকসেস রেট নাকি ১% | এইসব উদ্ভট তথ্য ও বোগাস কথা-বার্তা এইসব ফোরামে কেন আলোচনা হয়, আমাদের মাথায় আসে না | মনোজিৎ স্যার আমাদের ব্লগ খুলে দেখালেন —প্রায় ৫০০ স্টুডেন্টসের সাকসেস স্টোরিজ , যাদের সবাই ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট | সৈকতদা আশ্বস্থ হলেন |

ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত ইউনিভার্সিটি কানাডা ওয়েস্টে এমবিএ করতে ( মেজর ইন ফাইন্যান্স এন্ড ব্যাঙ্কিং ) সৈকতদা এখন ভ্যাঙ্কুভারে | যাওয়ার আগে উনি একটি কথাই বলে গেছেন আমাদের কমেন্টস বুকে — এই দেশে নাকি এখন কলার চেয়ে কনসালটেন্ট বেশি |

ফেসবুক আর ইউটুবে ঢুকলে আমাদের ধারণাও তাই ! — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment