L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স সৃজন ঘোষ | ILETS 6.5

২০১৯ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি শেষ করে সৃজনের প্রথম টার্গেট ছিল কানাডায় পড়তে যাবে | ঢাকার একটি স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম সৃজনকে প্রায় কানাডা নিয়েই গেছিলো, অল্পের জন্য যেতে পারেনি | সবই ঠিক ছিল, শুধু মাথার চুলগুলো একটু কোঁকড়ানো হওয়াতে ভিসাটা মিস হয়ে গেলো | মন খারাপ করে সৃজন শা এসোসিয়েটসের অফিসে আসলো | আমরা স্পষ্ট বলেছি, এই নষ্ট ফাইল আর কষ্ট করে কানাডায় জমা দিয়ে পথভ্রষ্ট হওয়ার দরকার নাই | তার চেয়ে বরং, চলো- আমেরিকা নিয়ে অগ্রসর হই | সৃজনের ভয় একটাই , চার বছর ব্রেক অফ স্টাডি | এর উপর আবার দূতাবাস টু দূতাবাস তথ্য শেয়ারিংয়ের একটা টেনশন | আমাদের F1 ভিসা সেকশন-এর জুনিয়র কনসালটেন্ট মো: পারভেজ হোসাইন সৃজনকে আশ্বস্ত করলো, একবার যখন শা-তে পা রেখেছো , হাঁটা চলবেই |

আমেরিকার উচিতা স্টেট্ ইউনিভার্সিটি ( Wichita State University ) থেকে কম্পিউটার সাইন্সের উপর ব্যাচেলর ডিগ্রি করতে সৃজন এখন কানসাসে যাওয়ার অপেক্ষায় | চার বছরের ব্রেক অফ স্টাডি , IELTS-এ 6.5 স্কোর , কানাডার রিফিউজ্ড কোনকিছুই আটকাতে পারেনি সৃজনের স্বপ্নকে | তার প্রধান কারণ, স্বপ্ন শুধু দেখলেই হবে না , যারা স্বপ্নের কারিগর তাদেরকে সঙ্গী করতেই হবে | আপনি মুখভর্তি রসগোল্লা খাবেন , কিন্তু মিষ্টির কারিগরকে মনে করবেন না ; এটা হতে পারে না | —- শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment