L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স সুকান্ত দেব | IELTS- 7.5

কংগ্র্যাচুলেশন্স সুকান্ত দেব |

দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় UODA-University Of Development Alternative থেকে বি-ফার্ম ও এম-ফার্ম শেষ করে সুকান্ত স্যারের ক্যারিয়ার জার্নি শুরু ফার্মাসিউটিকেলস সেক্টরে | সবশেষ দেশের খ্যাতনামা একমি ল্যাবোরেটরটিজ ফার্মাতে ভেটেনারি ডিপার্টমেন্টের হেড অফ মার্কেটিং পদে ছিলেন দীর্ঘদিন | মাসে প্রায় দুই লক্ষ টাকার বেতন , গাড়ি ও অন্যান্য সুযোগ-সুবিধা থাকা সত্বেও সুকান্ত স্যার স্বপ্ন দেখলেন – নতুন এক জীবনের | স্বপ্নের সারথি করলেন শা এসোসিয়েটসের এক্সেকিউটিভ টিমকে | আমরা বলেছিলাম – যদি IELTS-এ 7.0 স্কোর দিতে পারেন , তাহলেই আপনার স্বপ্ন পূরণ হবে এবং সেটা একমাত্র কানাডায় | আরেকটি মাস্টার্স কিংবা এমবিএ |

সুকান্ত স্যার আমাদের সবাইকে চমকে দিলেন | স্কোর তুললেন 7.5 | আসলে মনের ভিতর উদ্যম ইচ্ছা একাগ্রতা ও কঠিন সংকল্প থাকলে পৃথিবীর যে কোনো কাজকেই সমাধাণ করা সম্ভব ! আপনি যদি চার বছর পড়াশোনা করে সিজিপিএ 3.50 আউট অফ 4 তুলতে পারেন, তাহলে IELTS-এ ভয় কেন ? কর্পোরেট লেভেলে চাকুরীর অভিজ্ঞতা উনাকে অনেক ইজি করেছে এই স্কোর পেতে , এটাই স্বাভাবিক |

এর পরের চ্যাপ্টার আমাদের কাঁধে | পুরো পরিবার নিয়ে ভিসা পাওয়া এতো সহজ কাজ নয় , আর এই অসম্ভব কাজটি সমাধান করেছে আমাদের জুনিয়র কনসালটেন্ট মো: পারভেজ হোসাইন | কানাডার Fairleigh Dickinson University থেকে মাস্টার্স অফ গ্লোবাল হেলথ এর উপর উচ্চতর ডিগ্রি নিতে সুকান্ত স্যার এখন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার অনিন্দ্য সুন্দর সিটি ভ্যাঙ্কুভারে ! পরিবারের প্রতি উনার অসম্ভবরকম কেয়ারিং , সন্তানদের নিশ্চিন্ত ভবিষ্যৎ, পারিবারিক ও সামাজিক নিরাপত্তা এবং ফিউচারে নিজের প্রফেশনাল ক্যারিয়ারের কথা চিন্তা করে এই বয়সে এসে এতবড় দ্বায়িত্ব নিতে সুকান্ত স্যার একটু-ও দমে যাননি | আমাদের কথা ও কাজে পুরো আস্থা রেখেছেন বলেই উনি সপরিবারে দুই সন্তান নিয়ে আজকে কানাডার মাটিতে | সুকান্ত স্যারকে শা টিম জানাচ্ছে গ্রেট স্যালুট ! শা এসোসিয়েটস — কথা দেয় , কথা রাখে | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment