L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স রিতু মনি | IELTS 6.5

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সফলতার গল্প বলতে চলে আসলাম |
পলিটিকাল সাইন্স থেকে অনার্স করে IELTS-এ 6.5 তুলে ম্যাডামের স্বপ্ন দেখার প্রশংসা করতেই হবে | আসলেই , স্বপ্ন দেখার ও হিম্মত লাগে ! ফেসবুকের কল্যানে নানান কিসিমের ফোরামে আলোচনা , জ্ঞানগর্ভ বিশ্লেষণ , ডিবেট দেখে রিতু ম্যাডাম অনেকটাই মন খারাপের বেলুনের মতন চুপসে যেতেন | ন্যাশনাল ইউনিভার্সিটির ডিগ্রি নাকি হালে পানি পায় না , তার উপর পলিটিকাল সাইন্স ! অসম্ভব ! কিছু চ্যাটিং স্ক্রিনশট নিয়ে আমাদের অফিসে আসলেন | স্বামী আর সন্তানকে দেখাতে চান, চমক কিছু | মেয়েরা কোনোকিছুতেই এখন আর পিছিয়ে নেই , এটা প্রমান করতেই হবে |

আমাদের এক্সপার্ট টিম রিতু ম্যাডামের ফাইল নিয়ে কাজ শুরু করলেন | আশ্বস্থ করলেন, কিছু একটা হবেই | ” স্বপ্ন যাবে বাড়ি আমার …. ” গ্রামীণ ফোনের জনপ্রিয় গানের লিরিক্সে ভাসতে লাগলেন রিতু ম্যাডাম |

কানাডার ইউনিভার্সিটি অফ রেজিনা থেকে মাস্টার অফ পাবলিক এডমিনিস্ট্রেশন সাবজেক্টে অফার লেটার আনতে শা এসোসিয়েটসের এক্সপার্ট কনসালটেন্টের তেমন ঘাম ঝরাতে হয়নি | অফার লেটার আসা মানেই ভিসা হওয়া সময়ের ব্যাপার মাত্র | কারণ রিতু ম্যাডামের হাজব্যান্ড এনামুল ভাই একজন অভিজ্ঞ আইনজীবী | সকল ডকুমেন্টস ব্ল্যাক এন্ড হোয়াইট প্রোভাইড করলেন | বাকিটা আমরা জানি কিভাবে কি করতে হবে ? যার ফলাফল ম্যাডামের পুরো পরিবারের ভিসা প্রাপ্তির এই হাস্যোজ্বল ছবি | ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি , IELTS-এ ৬.৫ স্কোর , একটি এনজিওতে জব কোনোকিছুই যে ম্যাডামের বিফলে যায়নি , শা এসোসিয়েটস প্রমান করে দিয়েছে | দেশের কোনো ভার্সিটির ডিগ্রি যে কোনো দেশের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কোনোরকম বৈষম্য তৈরী করে না , যদি না কোনো ভার্সিটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে রেডমার্ক সংবলিত নির্দেশিত না হয় !!

এবার গানটা শোনা যাক — স্বপ্ন যাবে বাড়ি আমার ……..

Leave a Comment