L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স রাজু রোমিও গোমেজ | IELTS: 6.5

প্রফেশনাল ক্যারিয়ারে নিজেকে মেলে ধরবার জন্যে এখনকার জেনারেশন যেভাবে নিজেকে প্রস্তুত করেন , আমাদের সময়ে ( আশি কিংবা নব্বইয়ের দশকে ) সেটা অনেক কঠিন ছিল | বাবাকে বাইরে পড়তে যাওয়ার কথা বললেই চড়া গলায় দুটো ধমক দিয়ে বসিয়ে দিতেন | মায়ের কাছে এ’নিয়ে আবদার করতে গেলে মায়ের অসহায় চেহারা এখনো চোখের সামনে ভেসে উঠে | আর এখন ? ও’লেভেল শেষ করলেই বাবা-মা তাঁর নাবালিকা মেয়েকে পাঠিয়ে দিচ্ছেন কানাডা কিংবা আমেরিকা ! একেই বলে যুগের সাথে সাথে নিজেকে পরিবর্তনের চিত্রকলা !
সামনে আরো ইজি হবে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নেওয়া ও সেখানেই বসতি স্থাপন করা | সুপারসনিক টেকনোলজির কারণেই এটা সম্ভব হবে , সঙ্গে যুক্ত হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স | লেখাপড়া না করে আপনি যে নিজেকে পালিয়ে রাখবেন , সেটার কোনো উপায় থাকবে না !

ব্রিটেনের কার্ডিফ মেট্রোলপলিটন ইউনিভার্সিটির আন্ডারে লন্ডন স্কুল অফ কমার্সের ঢাকা ক্যাম্পাস থেকে B.A Honours in Business Management এর উপর গ্র্যাজুয়েশন শেষ করলেন রাজু ভাই | এক ফাঁকে IELTS-টা করে নিলেন, স্কোর তুললেন 6.5 | এরপর নর্থ আমেরিকা গিয়ে এমবিএ করবার প্ল্যান নিয়ে এগুলেন | সঙ্গে প্রিয়তমা লাইফ পার্টনার ম্যাডাম কল্পনা বাসনাতকে সহযাত্রী করলেন | আর ক্যারিয়ার পার্টনার হিসেবে বন্ধুত্ব করলেন আমাদের সিনিয়র কনসালট্যান্ট বাপন সাহা স্যারকে | ভ্যাঙ্কুভারের ইউনিভার্সিটি কানাডা ওয়েস্টে এমবিএ করতে রাজু ভাই ম্যাডামকে নিয়ে এখন ব্রিটিশ কলাম্বিয়াতে | ব্রিটিশদের এডুকেশনাল ইনস্টিটিউটে পড়লেন , গ্র্যাজুয়েশন করলেন ; আর এমবিএ করতে আসলেন সেই ব্রিটিশদের একসময়ের স্থাপিত শহর ব্রিটিশ কলাম্বিয়াতে | এটাই মিরাকেল !!

সুদর্শন মুখশ্রীর রোমান্টিক এই দম্পত্তিকে শা টিমের পক্ষ থেকে অনেক অনেক ভালবাসা ও ধন্যবাদ | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment