L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স ম্যাডাম শারমিন জাহান শামা | IELTS- 7.5

কংগ্র্যাচুলেশন্স ম্যাডাম শারমিন জাহান শামা |

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইন্স ফ্যাকাল্টি থেকে গ্র্যাজুয়েশন শেষ করে শামা ম্যাডাম নতুন এক ফিউচারের গ্রাফ আঁকলেন | লাইফ পার্টনার ও পরিবারের অন্যান্য সদস্যের সাথে পরামর্শ করে ঠিক করলেন- মাস্টার্সটা কানাডায় করবেন | ফেসবুকে ভালো এজেন্সি খোঁজার জন্য ম্যাডামকে অযথা সময় নষ্ট করতে হয়নি | কারণ, ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে প্রায় একশো স্টুডেন্ট শা এসোসিয়েটসের মাধ্যমেই এখন আমেরিকা ও কানাডা | রেফারেন্স পেতে ইজি হয়েছে | চলে আসলেন আমাদের কর্পোরেট অফিসে | কানাডায় যেহেতু উচ্চশিক্ষা নেবেন, তাই আসার সময় IELTS-এর স্কোরটা তেমনি তুলে রাখলেন | IELTS- 7.5

এর পরের স্বপ্নের পুরোটাই আমাদের উপর ছেড়ে দিলেন শামা ম্যাডাম | জুনিয়র কনসালটেন্ট রুসলান শাহ আদিব ভাই ম্যাডামের ফাইলকে নিয়ে কথা বললেন আমাদের সিইও সুপ্রিয় কুমার চক্রবর্তী স্যারের সাথে ! এক্সসিলেন্ট একাডেমিক রেজাল্ট , আউটস্ট্যান্ডিং IELTS স্কোর, জব এক্সপেরিয়েন্স কানাডার কোন ইউনিভার্সিটিতে কোন কোর্সে গেলে পারফেক্ট ডিসিশন হবে, ভিসার নিশ্চয়তা আসবে — সেটা যেনতেন করে ভেবে জমা দিলেই হবে না | শেষে , কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ডে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের উপর মাস্টার্স ডিগ্রি করতে ম্যাডাম এখন হ্যান্ডসাম হাবিকে নিয়ে অনিন্দ্য সুন্দর চিরহরিৎ ম্যাপেল লিফের শহর সেন্ট জন’স-এ লান্ডিংয়ে লাগেজ প্যাকে ব্যস্ত !

সত্যিকারের মেধাবী ভালো স্টুডেন্টরা নিজের ফিউচার ক্যারিয়ারের স্বার্থে কখনোই যাঁরতার সাথে নিজের প্ল্যান শেয়ার করে স্টাক হন না ! একজন ভালো এডুকেশন কনসালটেন্ট নির্বাচন করা অনেক গুরুত্বপূর্ণ ! আমরা ম্যাডামের উত্তরোত্তর সাফল্য কামনা করছি ! —- শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment