L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স ম্যাডাম মেহেরীন তৃষা ভূইয়াঁ | IELTS 7.0

বেসরকারি ইউনিভার্সিটি ” গণ বিশ্ববিদ্যালয় ” থেকে ফার্মাসিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করে তৃষা ম্যাডামের পরবর্তী গন্তব্য ঠিক করলেন কানাডা | সাবজেক্ট নির্বাচন করলেন – মেডিকেল বায়োটেকনোলজি | আসলেই পারফেক্ট সিলেকশন | ফার্মাসি শেষ করে এই সাবজেক্টে মাস্টার্স করা মানেই দুইবছর পর ইজিলি PR ( Permanent Residence ) এর জন্য আবেদন করা | এই সাবজেক্টে জব মার্কেট-টা ও সেরকম সেখানে ! এ’ছাড়া তৃষা ম্যাডামের পরিচিত অনেকের রেফারেন্স ছিল , এই সাবজেক্টেই যেন পড়তে আসে | IELTS- টা করে নিলেন | স্কোর- 7 | কানাডার দ্যা ইউনিভার্সিটি অফ উইন্ডসর-এর রিকোয়ারমেন্ট মিট করলেন ম্যাডাম | অনলাইনে সার্চ দিয়ে খুঁজে নিলেন শা এসোসিয়েটসকে | আমাদের ওয়েবসাইটে ব্লগ দেখেই নাকি ম্যাডাম ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে নিলেন | ম্যাডামের পছন্দের ইউনিভার্সিটি ও কোর্সে ভর্তি এবং ভিসা করে দিতে পেরে শা টিম আনন্দিত ও খুশি |

ম্যাডাম-ও খুশি , কারণ সঙ্গে হাজব্যান্ড মো: মেহেদী হাসান রাজু ভাইকে ও নিয়ে যাচ্ছেন | মেহেদী ভাই বর্তমানে দৈনিক ইত্তেফাকে আছেন, আগে বাংলাদেশ জার্নালের নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন | কানাডায় গিয়ে নতুন করে আবার বাংলাদেশ ও বাঙালির খবর নিয়ে সরব উপস্থিতির জানান দিবেন মেহেদী ভাই , সেই প্রত্যাশায় | মেহেরীন তৃষা ম্যাডামকে আমাদের প্রানঢালা অভিনন্দন | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment