L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স মো: মোরসালিন মজুমদার | IELTS 7.5

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকা অন্যতম সুপরিচিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান ” ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ” | সেই বিশ্ববিদ্যালয়ের তারুণ্যে ভরপুর কৃতি স্টুডেন্ট মোরসালিন ভাই | ডিপার্টমেন্ট ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং | কৃতিত্বের সাথে একসিলেন্ট সিজিপিএ নিয়ে মোরসালিন ভাই IELTS-টা করে নিলেন সময়মতো | স্কোর তুললেন 7.5 |
সবকিছু টাইমলি করার একটাই কারণ, মাস্টার্সটা কানাডায় করা চাই | ড্যাফোডিলের এলামনাই এসোসিয়েশন থেকে জানলেন, বিদেশে উচ্চশিক্ষার জন্যে যাকে-তাঁকে দিয়ে কাজ করলে ব্লাকস্পট পড়তে বেশি দেরি হবে না | তাই খোঁজ-খবর নিয়ে সোজা চলে এলেন শা এসোসিয়েটস অফিসে |

আমাদের সিনিয়র এডুকেশন কনসালটেন্ট বাপন স্যারের সাথে চমৎকার আলাপ-আলোচনায় সিদ্ধান্ত হলো- মাস্টার্সটা কনকর্ডিয়াতে করলে এটাই হবে লাইফের বেস্ট ডিসিশন | কুইবেকের কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে শা এসোসিয়েটসের রয়েছে এক বিশাল বাঙালি নেটওয়ার্ক | অনলাইনে অনেকের সাপোর্ট নিয়ে অবশেষে স্বপ্নের দেশে যাবার চূড়ান্ত সিদ্ধান্ত হাতে চলেই আসলো | কনকর্ডিয়া ইউনিভার্সিটি-তে মাস্টার্স অব কোয়ালিটি এস্যুরেন্স ইঞ্জিনিয়ারিং ( Quality Assurance Engineering ) সাবজেক্টে উচ্চতর ডিগ্রি নিতে মোরসালিন ভাই এখন ল্যাগেজ প্যাকে ব্যস্ত | আমরা অতি স্বল্পভাষী অমায়িক মার্জিত ভদ্র মোরসালিন ভাইয়ের সার্বিক সাফল্য কামনা করছি | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment