L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স মো: নাজমুল হক |IELTS: 6.5

বাবা-মায়ের দোয়া ও ভালবাসা প্রতিটা সন্তানের জন্যে ঈশ্বর প্রদত্ত সেরা উপহার | নিজের প্রিয় আব্বু-আম্মুর সাথে নাজমুল ভাইয়ের এই ছবি আমাদের কাছেই অনেক বড় প্রাপ্তি ও ভাললাগার ! অন্যের কাছে তো লাগবেই | হামদর্দ ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সের উপর বিবিএ করে নাজমুল ভাই উচ্চাকাঙ্খা নিয়ে অগ্রসর হলেন | স্বপ্ন শেয়ার করলেন নিজের পিতা-মাতার সাথে , যাঁদের অক্লান্ত শ্রম ও সাপোর্টে উনি আজকে এইখানে | সুতরাং, তাঁদের ইচ্ছা অনুমতি সবার আগে প্রয়োজন | নাজমুল ভাই পূর্ণ সহযোগিতা পেলেন | এখন দরকার একজন ভালো এডুকেশন কনসালট্যান্টের | কারণ, বিভিন্ন ফোরাম ও ব্লগে ঢুঁ মেরে দেখলেন , IELTS 8.5, 8.0. 7.5, 7.0 গণ রিফিউজ্ড ! নাজমুল ভাইয়ের IELTS যেখানে 6.5 , টেনশন তো একটু হবেই |

ICEF-র ওয়েবসাইট ঘেঁটে আবিষ্কার করলেন কানাডা কোর্স গ্র্যাজুয়েটদের তালিকা | এরপর প্রোফাইল ও ওয়েবসাইট ব্রাউজ করে শেষমেশ শা এসোসিয়েটসে | দেখা করলেন আমাদের জুনিয়র কনসালট্যান্ট রুসলান শাহ আদিব ভাইয়ের সাথে | উনি পরামর্শ দিলেন , কানাডার Laurentian University-তে MBA করবার জন্যে | এক্সপার্টের পরামর্শ মানেই একটা ভরসার জায়গা | আর যারা নিজেরাই ভিসার জন্যে দৌড়াচ্ছে , সেইসব ফোরাম ও ব্লগ থেকে পরামর্শ নেওয়া মানে একটা বোকামি ও নির্বুদ্ধিতার পরিচয় ! নাজমুল ভাই সেইরকম ভুল করতে নারাজ |

লরেনশিয়ান ইউনিভার্সিটিতে এমবিএ করতে নাজমুল ভাই এখন লেক বেষ্টিত অপূর্ব সৌন্দর্য্যের শহর স্যাডবেরিতে | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment