L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স মো: আরমান হোসাইন | IELTS 6.5

এই পোস্ট লেখার শুরুতেই আমরা আরমান ভাইয়ের মাকে একটা সশ্রদ্ধ সালাম ও ধন্যবাদ দিতে চাই , উনি যে তাঁর সন্তানকে একটি শিক্ষা দিয়ে বড় করেছেন, সেটা হলো মানুষের প্রতি কৃতজ্ঞ হও, যার দ্বারা তোমার লক্ষ্য স্থির ও সুন্দরভাবে নির্ধারিত হয়েছে , তাঁদেরকে সন্মান জানাও ও মনে রেখো | আপনাকে অভিবাদন মা !

কারণ, আমাদের ২৪ বছরের পথচলায় আরমান ভাই মনেহয় প্রথম স্টুডেন্ট যিনি কানাডায় পৌঁছে ইউনিভার্সিটির ক্যাম্পাসে দাঁড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন , আমাদেরকে ট্যাগ করেছেন ; আমাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন | অনেক স্টুডেন্ট এজেন্টের মাধ্যমে কানাডা আসছে, এটা বলতে লজ্জা বোধ করেন ; পিছনে যদি মান-সন্মান চলে যায় !! আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব , পাড়া-পড়শীর কাছে বোধহয় মুখ দেখানোই কষ্টের কারণ হয়ে দাঁড়ায় | আমাদেরকে অনেক স্টুডেন্ট পোস্ট যাওয়ার পর ফোন দিয়ে বলে — স্যার, আমার পোস্টটা ডিলিট করা যায় না !!

আমরা শুনে অবাক হই, কতবড় অকৃতজ্ঞ এই জাতি ! এই দেশের ইয়ং জেনারেশন আস্তে আস্তে মনে হয় বদলে যাচ্ছে | পারিবারিক শিক্ষার বড়ই অভাব | সেইদিক দিয়ে আরমান ভাই ব্যতিক্রম |
আমরা সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই — বাংলাদেশের কোন এজেন্টের মাধ্যমে যখন কোন দেশে যাবেন , তাঁকে পুরোপুরি বিশ্বাসের জায়গায় আজীবন রাখবেন | কারণ, একটি এজেন্ট আপনার ফাইলের আদ্যোপান্ত জানে এবং অফিস চিরতরে বন্ধের আগপর্যন্ত্য সেগুলি সংরক্ষণ করবে | অতএব, এজেন্টকে বন্ধু ভেবে যেমন কাজটি আদায় করেছেন , ঠিক তেমনি এজেন্টের প্রতিটি কনসালটেন্ট ও কর্মকর্তাকে নিজের পরিবারের সদস্য মনে করবেন |

দেশের অন্যতম প্রখ্যাত বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইউনিভার্সিটির স্টুডেন্ট আরমান ভাই EEE- ফ্যাকাল্টি থেকে গ্র্যাজুয়েশন করে IELTS-টা করে নিলেন এক ফাঁকে | স্কোর তুললেন 6.5 |
পরের গল্প আমাদের তৈরী করা | আমরা হয়তো কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে টিচার , লেকচারার কিংবা প্রফেসর নই, কিন্তু আমাদের হাত দিয়েই হাজার হাজার ছাত্র-ছাত্রী আজ বিদেশে সুপ্রতিষ্ঠিত | জীবনের একটা পর্যায়ে আমাদের অবদান কোনভাবেই কি অস্বীকার করা যাবে ?

কানাডার ইউনিভার্সিটি অফ উইন্ডসর থেকে ইলেক্ট্রিকেল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর মাস্টার্স করতে আরমান ভাই এখন কানাডা | আপনি আমাদের অফিসে Truly Grateful ওয়ালে আজীবন ট্যাগ হয়ে থাকবেন |— শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment