L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স মো: আবুল ফাহমিদ চৌধুরী |IELTS 6.0

স্বপ্নের উড়ান : সাফল্যের গল্প – ৪০
ছয়ে ছক্কা – IELTS 6.0

কংগ্র্যাচুলেশন্স মো: আবুল ফাহমিদ চৌধুরী |

উত্তেজনায় ভরপুর ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচে সাকিব আল-হাসানের একেকটি ছক্কা মানে একেকটি বারুদ, এটম বোমের সমান মনে হয় | জিতে গেলে তো মিছিলের নগরী ঢাকা , সিলেট কিংবা চট্টগ্রাম ! এমন বহু মিছিলের স্বাক্ষী ফাহমিদ | ক্রিকেট ভক্ত এক তরুণ | সে কি জানতো জীবনের স্বপ্নে IELTS-এ ৬.০ তুলে এমনি ছয়ে ছক্কা মারবে ?

আর এটা সম্ভব হয়েছে ডাইনামিক কোচ বাপন স্যারের সান্নিধ্যে এসেছিলো বলেই | অভিজ্ঞ কোচ আর নিরপেক্ষ আম্পায়ার ( কানাডিয়ান হাই কমিশন ) হলে যে কোনো ক্রিকেট ম্যাচে জেতা অসম্ভব কিছু না ! সিলেটের স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেই শা এসোসিয়েটস ক্রিকেট একাডেমিতে এসে হাজির ফাহমিদ | স্বপ্নের স্টাডি প্ল্যান নিয়ে হাজির আমাদের বাপন স্যারের কাছে | রেগুলার ওভারে বাউন্ডারি শটের ভিড়ে মাঝে মাঝে এমন এক্সট্রা বলে চার-ছক্কা মারতে কোন প্লেয়ার না চায় ? কোচ তো আরো বেশী খুশি হন !

টরোন্টোর জর্জ ব্রাউন কলেজে ইলেক্ট্রোমেকানিকেল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অ্যাডভান্স ডিপ্লোমা করতে ফাহমিদ এখন জাস্টিন ট্রুডোর দেশে | টরোন্টোতে তরুণদের নিয়ে ক্রিকেট একাডেমি করার স্বপ্ন আছে ফাহমিদের | ছয়ে ছক্কায় সিলেক্টিভ স্টুডেন্টসদের নিয়ে শা এসোসিয়েটস মাঝে মাঝে এমন স্বপ্নের উড়ান দেবেই |— শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment