L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স মোস্তফা রাফিউর ওয়াসিব এবং সাদমানি হক | IELTS: 7.0

দারুন হাসিখুশি , উদারমনা ও প্রগতিশীল মনের জুটি ওয়াসিব ভাই ও সাদমানি ম্যাডাম !
অফিসে আসলেই শুধু হাসতেন আর চমৎকার সব কথা বলতেন | ওয়াসিব ভাই মালয়েশিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয় ” University of Malaya ” থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপর ব্যাচেলর অফ কম্পিউটার সাইন্স ডিগ্রি অর্জন করে চলে গেলেন কম্বোডিয়াতে | মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরী কে হাতছাড়া করতে চায় ? প্রায় তিন বছর চাকুরীর পর উপলব্ধি করলেন – এই সেক্টরে মাস্টার্স ডিগ্রীটা অর্জন করলে আরো বেশি হাইপ্রোফাইল ক্যারিয়ার গঠন করে অনেক বড় কিছু হওয়া যাবে | সেইজন্য কম্বোডিয়া থেকেই আমাদেরকে আবিষ্কার করলেন | এক ফাঁকে করে নিলেন IELTS | স্কোর উঠালেন 7.0 | ম্যাডামকে একদিনের জন্য কম্বোডিয়া রেখে ওয়াসিব ভাই ঢাকা চলে আসলেন ফাইনাল কথা-বার্তা বলতে | সেইদিনই ফাইল ওপেন ও আমাদের উপর পুরো ভরসা রেখে চলে গেলেন কম্বোডিয়াতে | আমাদের জুনিয়র কন্সাল্ট্যান্ট রুসলান শাহ আদিব স্যার শুধু বলেছিলেন — আর শুধুমাত্র দুইবার ঢাকা আসবেন | একবার বায়োমেট্রিক দিতে , আরেকবার ফ্লাই করতে !

কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটিতে ( মুন ) মাস্টার্স অফ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মাস্টার্স ডিগ্রি করতে ওয়াসিব ভাই এন্ড সাদমানি ম্যাডাম এখন নিউফাউন্ডল্যান্ডের অনিন্দ্য সুন্দর সিটি সেইন্ট জোন্স-এ | মেধাবী ছাত্র-ছাত্রীরা অযথা অহেতুক দিনরাত অনলাইনে বসে পরামর্শ দেওয়া মানুষের ফেইস দেখতে পছন্দ করে না ; সারাদিন যারা ক্যামেরার সামনে বসে কানাডা থেকে কিংবা বাংলাদেশে বসেই দুনিয়ার জ্ঞান বিতরণ করে , মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদেরকে এড়িয়ে চলেন | তাঁদের কথা একটাই — কাজ দেখিয়ে নিজের যোগ্যতা প্রমান করো , বাচালতায় নয় ! সোশ্যাল মিডিয়ার রমরমা বাজারে ওয়াসিব ভাইদেরকে কনভিন্স করা এতো সহজ কাজ নয় | কম্বোডিয়া থেকে ফ্লাই করে এসে ফাইল খুলে ভিসা নিয়ে কানাডা যাওয়া এতো শর্ট-কাট চিন্তার ফসল না | এটা হচ্ছে কোনো এজেন্টের প্রতি কিছু মেধাবী ছাত্র-ছাত্রীদের অতি বিশ্বাস ও ভালবাসার ফল | এটা তৈরী করতে শা এসোসিয়েটসের লেগেছে পঁচিশ বছর |

যাওয়ার আগে কম্বোডিয়া একবার হলেও ভ্ৰমণ করতে অনুরুধ করে গেছেন সাদমানি ম্যাডাম ! আমরা কথা দিয়েছি – যাবো | আপনার মুখে এই সুন্দর হাসি সবসময় থাকুক ম্যাডাম ! — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment