L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স মোঃ সাজ্জাদ হোসেন | IELTS 7.0

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লিস্টে টপ টেনের মধ্যে একটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি , এটা অস্বীকার করবার কোনো উপায় নেই | সেই ভার্সিটির উদ্যমী তরুণ ছাত্র সাজ্জাদ ভাই ইংলিশে ব্যাচেলর ডিগ্রি শেষ করে দেশেই কিছু একটা করার স্বপ্ন দেখলেন | ইংরেজি পত্রিকা দ্যা ডেইলি স্টারের সাথে ” রিডিং প্রজেক্ট ” নিয়ে কাজ করলেন অনেকদিন | তারপর একটি সুপরিচিত ইংলিশ মিডিয়াম স্কুলে ” ইংলিশ ল্যাংগুয়েজ ইন্সট্রাক্টর ” হিসেবে যোগ দিলেন | কিন্তু কিছুতেই মন ভরছে না সাজ্জাদ ভাইয়ের | নিজেকে আরো সমৃদ্ধ করতে চান , শিক্ষায় ও অভিজ্ঞতায় |

ড্যাফোডিলের কর্পোরেট অফিস থেকে পায়ে হাঁটা দূরত্বে শা এসোসিয়েটসের কর্পোরেট অফিস | এ’ছাড়া এই ভার্সিটির প্রায় একশো স্টুডেন্টস আমাদের মাধ্যমে এখন কানাডা ও আমেরিকায় | একটা নেটওয়ার্ক তো আছেই | এককান থেকে দুই কান | কারণ, সাজ্জাদ ভাইয়ের যে সাবজেক্ট , সেই সাবজেক্টে মাস্টার্স করা কানাডায় অনেক টাফ | সাজ্জাদ ভাই দমে যাবার পাত্র নন | আমাদের কর্পোরেট অফিসে এসে কথা বললেন | আমাদের প্রথম শর্তই ছিল IELTS-এ সেভেন (7.0) লাগবে | উনি সেটা করে দেখালেন | এরপরের পার্ট আমাদের |

লেকহেড ইউনিভার্সিটির মাস্টার্স অফ এডুকেশন ইন এডুকেশনাল স্টাডিজ সাবজেক্টে ভর্তি ও ভিসা করিয়ে দিতে পেরে শা এসোসিয়েটস সাজ্জাদ ভাইকে একটা কথাই বলতে চাই – ইচ্ছা থাকলেই উপায় হয় ! স্বপ্ন ও ইচ্ছা দেখার জন্য চাই মনের একাগ্রতা ও স্বপ্নের প্রতি ভালবাসা | এবার থান্ডারবের আকাশে আপনি উড়তে থাকুন | স্বপ্নের উড়ান গল্পের টিম আপনাকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment