L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স মিস ইরিনা নাওয়ার ভূইয়াঁ ! IELTS 7.5

ঢাকার অন্যতম খ্যাতনামা ইংলিশ মিডিয়াম স্কুল ” International Hope School Bangladesh ” থেকে সাতটি সাবজেক্টে ষ্টার মার্ক সহ ও’লেভেল এবং তিনটি সাবজেক্টে স্টারমার্ক সহ এ’লেভেল সম্পন্ন করে ইরিনা IELTS-এ স্কোর তুলে নিলো 7.5 | লক্ষ্য একটাই — কানাডায় গিয়ে গ্র্যাজুয়েশন করা | পছন্দের বিষয়- সিভিল ইঞ্জিনিয়ারিং ! কানাডার টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি একজন স্কলার পোটেনশিয়াল স্টুডেন্টকে পিক করতে বিন্দুমাত্র দেরী করেনি ( পূর্বের Ryerson University ) |

এদিক-সেদিক দৌড়াদৌড়ি না করে মিস ইরিনা সঠিক সময়ে পারফেক্ট এডুকেশন কনসালটেন্সি ফার্মকে নির্বাচিত করবার জন্যে ইরিনাকে আমাদের আন্তরিক ধন্যবাদ ; সেইসঙ্গে মিস ইরিনার শ্রদ্ধেয় বাবা-মাকে আমাদের সালাম ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আদরের মেয়েকে উচ্চশিক্ষার জন্যে কানাডার মতন একটি সুন্দর সুশৃঙ্খল নিরাপদ সিভিলাইজড কান্ট্রিতে পাঠানোর জন্য ও আমাদের উপর পূর্ণ আস্থা রাখবার জন্যে ! আমরা ইরিনার সার্বিক সাফল্য কামনা করছি !

কানাডায় হাজার হাজার ছাত্র-ছাত্রীর সুন্দর ও নিশ্চিন্ত ভবিষ্যতের কারিগর হচ্ছে এই শা এসোসিয়েটস |— শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment