L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স মালেক আহমেদ | DUOLINGO 125

স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি শেষ করে মালেক ভাই IELTS কোচিংয়ে না গিয়ে সরাসরি ডুওলিংগোতে এক্সাম দিয়ে ফেললো | কারণ, সে দেখেছে – কানাডার অনেক বিশ্ববিদ্যালয় এখন ডুওলিংগো এসেপ্ট করে | অতএব, সুযোগ হাতছাড়া করতে নেই | সেই স্কোর 125 নিয়ে মালেক যোগাযোগ করলো আমাদের সিনিয়র কনসালট্যান্ট বাপন সাহা স্যারের সাথে |

একজন স্টুডেন্টের সার্বিক বিষয় বিবেচনা করে আমরা পরামর্শ দেই, কোন সাবজেক্টে পড়তে গেলে কোন ইউনিভার্সিটিতে পড়তে গেলে তার পড়াশোনাটা সাকসেসফুল হবে | মালেক ভাইয়ের জন্য স্যারের অপশন ছিল – লেকহেড ইউনিভার্সিটিতে ব্যাচেলর অফ ইকোনোমিক্স নিয়ে পড়তে | মালেক ভাই সেটাতেই রাজি হলেন | বন্ধু বা কাজিন CSE, EEE, BBA, মাইক্রোবায়োলজি , এনভায়রনমেন্টাল সাইন্স , একাউন্টিং নিয়ে পড়তে গেছে বলেই যে আমাকে-ও সেই বিষয়ে পড়তে হবে, এমন কোনো প্ল্যান থাকা উচিত নয় ! নিজের ক্যারিয়ারের প্রয়োজনে সবাইকে অনুকরণ বা অনুসরণ করলে মহাবিপদ অপেক্ষা করছে | মালেক ভাইয়ের এই সাফল্যে অন্যরা উৎসাহিত হবেন, সেই শুভ কামনায় |

তবে আমাদের অনুরুধ থাকবে – IELTS-এ মিনিমাম স্কোর 6.5 তোলার জন্যে ! এতে ভর্তি ও ভিসার সাকসেস রেট অনেক HIGH | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment