L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স নাবিলা নাসির | OPEN WORK PERMIT VISA APPROVED

স্বপ্নের উড়ান : সাফল্যের গল্প – ৩৫
ফ্যামিলি বন্ডিং – ওপেন ওয়ার্ক পার্মিট
সপ্তাহ সাতদিন – ভালবাসা প্রতিদিন

কংগ্র্যাচুলেশন্স নাবিলা নাসির |

আমাদের অফিসটি অন্য একটি নামে সুপরিচিত | সেটা হলো- ক্যারিয়ার কনসালট্যান্সি অর্গানাইজেশন | এই ধারণা বোধহয় বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে এসেছি | এডুকেশন এজেন্ট থেকে ক্যারিয়ার কনসালট্যান্ট শব্দগুলো একটু বেশী গুরুত্ব বহন করে | কারণ, একজন স্টুডেন্ট জীবনের একটা সময় এসে আমাদের মতন এডুকেশন এজেন্ট কিংবা ক্যারিয়ার কনসালট্যান্ট ট্যাগলাইন লাগানো অফিসের উপরই সম্পূর্ণ নির্ভরশীল হন শুধুমাত্র বিশ্বাসে, আস্থায় ও ভবিষ্যতের একটা সোনালী স্বপ্ন সফলতার আশায় | কিছু কিছু মৌসুমী ব্যবসায়ীর কারণে , এই সেক্টরে না বুঝে বিজনেসে নেমে পড়া , ভুজুং-ভাজুং-বডি কন্ট্রাকে সার্ভিস দেওয়ার নামে কিছু ফার্ম এই বিশাল বিজনেস খাতকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন | অন্যথা, এটা একটা বিশাল সেক্টর | কি দেশে , কি বিদেশে |

নাবিলা ম্যাডাম আমাদের সেই ক্যারিয়ার কনসালট্যান্সি নিতে গিয়ে তানজিম ভাইয়ের সাথে একসঙ্গে আর যেতে পারেননি | তানজিম মুনতাসির ভাই গত সেশনে আমাদের মাধ্যমেই ইউনিভার্সিটি কানাডা ওয়েস্টে MBA-করতে গেলেন | বাংলাদেশে ম্যাডামের একটা সেশন বাকি থাকায় যাওয়া হলো না | তাতে কি ! এখানে একটা ডিগ্রি অনেক মূল্যবান , যা কিনা পরবর্তীতে কানাডা গেলে অনেক কাজে লাগবে | নাবিলা ম্যাডাম আমাদের সেই কথাই শুনলেন | অসম্ভব ক্যারিয়ার ওরিয়েন্টেড স্মার্ট বুদ্ধিমতী মেয়েরা নিজের ক্যারিয়ার ডেভেলপের জন্য বিন্দুপরিমান ছাড় দিতে রাজি নন | নাবিলা ম্যাডাম তাঁদের মধ্যে একজন |

অনিন্দ্য সুন্দর শহর ভ্যানকুভার ! ওয়ার্ল্ডের সেকেন্ড সেরিন লিভিং সিটি বলা হয় এই প্রভিন্সকে | নাবিলা ম্যাডাম এখন তানজিম ভাইয়ের সাথে সেই শহরের অলিগলিতে ভালবাসার কবিতা লেখায় ব্যস্ত | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment