L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স এস এম আবিদুল ইসলাম | IELTS 7.5

আবারো আহসানউল্লাহর কৃতি ছাত্র নিয়ে হাজির হলাম | আহসানউল্লাহর ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে এক্সিলেন্ট সিজিপিএ তোলা যে কতটা কষ্টের সেটা কেবল ওই ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরাই জানে ও বুঝে | আবিদুল ভাই লেখা-পড়ায় বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন | EEE নিয়ে গুড সিজিপিএ তুলে আবিদুল ভাই এসিস্ট্যান্ট ইলেক্ট্রিকেল ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিলেন একটি অটো-মোবাইল ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে | ভার্সিটিতে পড়ার সময় থেকেই আবিদুল ভাই ব্রাউজ করতেন কানাডার টপ টেন ইউনিভার্সটির ওয়েবসাইট | মাস্টার্স করবার একটা স্বপ্ন তখন থেকেই | সেইজন্য এক ফাঁকে IELTS করে নিলেন , স্কোর উঠালেন 7.5 | এরপরের ধাপে যাবার জন্যে আবিদুল ভাই কোনরকম রিস্ক নিতে রাজি নন | সোজা শা এসোসিয়েটসের কর্পোরেট অফিসে | কারণ, উনি ভালো করেই জানতেন এক্সপার্টের কাজ মানেই আলাদা কিছু ! পদ্মা সেতুর আর্কিটেক্ট আর গ্রামের বাঁশের সাঁকো তৈরী করার লোক কিন্তু এক লেভেলের না !

আমাদের স্টুডেন্ট রিলেশন অফিসার রুসলান শাহ আদিব স্যার অত্যন্ত নির্ভরতার সহিত কনফিডেন্সের সঙ্গে আবিদুল ভাইয়ের ফাইল নিয়ে কাজ শুরু করলেন | উনার পছন্দের চারটি ইউনিভার্সিটির প্রত্যেকটি থেকেই অফার লেটার আনলেন ( Windsor, Uof Ottawa, Concordia, Calgary ) ; ফাইনালি আবিদুল ভাই ইউনিভার্সিটি অফ ক্যালগারিতেই যাবার মনস্থির করলেন | মাত্র এক মাসের মধ্যে ভিসা স্টাম্পিং সহ পাসপোর্ট বুঝে নিয়েছেন আবিদুল ভাই | এখন যাবার পালা | আবিদুল ভাইয়ের মতো মেধাবী চৌকষ ও ডাইনামিক স্টুডেন্টকে সার্ভিস দিতে পেরে শা এসোসিয়েটস আনন্দিত ও প্রফেশনাল ফিল্ডে সফল প্রতিষ্ঠান হিসেবে ভাবতে পেরে গর্বিতবোধ করছে | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment