L O A D I N G

কংগ্র্যাচুলেশন্স অনিক দেবনাথ শিমুল | IELTS- 7.0

কংগ্র্যাচুলেশন্স অনিক দেবনাথ শিমুল |

দুটি কুঁড়ি একটা পাতা-র শহর সিলেট | কি নেই সিলেটে ? সিলেটকে বলা হয় অন্যতম পবিত্র নগরী | মহাঅবতার শ্রী চৈতন্যের হাত ধরে এই শহরের গোড়া পত্তন , তাই এর আদি নাম শ্রীহট্ট ! সিলেট বা শ্রীহট্টের উক্ত উচ্চাংশ সহ ত্রিপুরা ইত্যাদি অঞ্চল ব্রহ্মপুত্র উপত্যকা, অথবা শ্রীহট্ট (উত্তর-পূর্ব বঙ্গ) ইত্যাদি নামে পরিচিত হতো। ভূ-তত্ববিদ বঙ্কিমচন্দ্র ও রমেশচন্দ্র গংদের বরাতে “শ্রীহট্টের ইতিবৃত্ত” ও অন্যান্য ঐতিহাসিক গ্রন্থে আরও লিখিত আছে, প্রাগৈতিহাসিক যুগে সিলেট সভ্য জাতির আবাসভূমি ছিল। ইহা প্রাচীন গ্রন্থাদি সহ বিভিন্ন সূত্রে পাওয়া যায়। এরপর হজরত শাহজালাল ও হযরত শাহ্পরানের ইসলাম ধর্ম প্রচারের মধ্য দিয়ে সিলেট পেয়েছে নতুন এক পরিচিতি | সেই ঐতিহাসিক নগরীর ছেলে অনিক |

সিলেটের মুরারিচাঁদ কলেজ থেকে এইচএসসি শেষ করে অনিকের লক্ষ্য ছিল গ্র্যাজুয়েশন কানাডায় কিংবা আমেরিকায় গিয়ে সম্পন্ন করবে | সেইজন্য সে IELTS-এ স্কোর তুললো 7.0 | তারপর ভালো এডুকেশন কন্সাল্টেন্সির খোঁজ | ফেসবুকে ব্রাউজ করলেই অনিক দেখে — সবাই কনসালটেন্ট ! বিশেষ করে যারা সবেমাত্র কানাডাতে গিয়েছে, সে-ও কনসালট্যান্ট ! কানাডাতে যে উবার চালায় কিংবা গ্রোসারী শপে কাজ করে , সে-ও কনসালট্যান্ট ! অনিক এসব দেখে ভীষণ বিরক্ত ! বিশ্বের সবচেয়ে বড় এডুকেশন নেটওয়ার্ক ICEF-র ওয়েবসাইট ঘেটে কানাডা সরকার অথোরাইজড কন্সাল্ট্যান্টদের নামের তালিকা দেখে নিলো | সেখান থেকে নির্বাচিত করলো শা এসোসিয়েটসকে | স্মার্ট বয় অনিক !

কানাডার লেকহেড ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল সাইন্স নিয়ে পড়তে অনিক এখন থান্ডারবেতে | শিমুল তুলার মতন নরম মনের ছেলে অনিককে শা এসোসিয়েটসের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment