L O A D I N G

ওপেন ওয়ার্ক পার্মিট ভিসা : পাসপোর্ট রিকুয়েস্ট লেটার মাত্র ১৮ দিনে |

আমাদের কাছে অনেক ফ্যামিলি মেম্বার ফোন দিয়ে বলেন কিংবা অফিসে এসে বলেন যে , ওপেন ওয়ার্ক পার্মিট ভিসার ফাইল জমা দিয়েছি , পাঁচ ছয় মাস চলে গেলো , কোনো আপডেট নাই ! আমরা তখন বলেছি, নিশ্চয় আপনার ডকুমেন্টসগুলো এতটাই এলোমেলো করে সাবমিশন করা হয়েছে যে, ভিসা অফিসার ডিসিশন নিতে পারছেন না , আপনি আসলেই ভিসা পাওয়ার জন্য এলিজিবল কিনা ? আপনার স্পাউসের ডকুমেন্টস প্রমান করছে না যে, এই মুহূর্তে আপনাকে তাঁর দরকার | আপনার ” পার্পাজ অফ ভিজিট ” লেখা ঠিকমতো হয়নি !
সেইসব কারণেই দেরি হয় ! গত মাসে আমরা এমন চারজন ফ্যামিলিকে এই সার্ভিস ডেলিভারি দিয়েছি , তাঁরা সবাই একটা কথাই বলেছেন —- শা এসোসিয়েটসের সাথে কথা বললে এটলিস্ট সাহস ও ভরসার জায়গা তৈরী হয় ! আর সবশেষে কাজটা ও হয় ! এবার সেই স্বল্পতম সময়ের খাতায় নাম লেখালেন আমাদের চট্টগ্রামের ছেলে দিব্যেন্দু দাস |

কংগ্র্যাচুলেশন্স ! এবার বাংলা নববর্ষটা হউক প্রিয়তমার সাথে !

” এসো হে বৈশাখ, এসো, এসো
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥

যাক পুরাতন স্মৃতি,যাক ভুলে-যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা
রসের আবেশরাশি … শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥”

Leave a Comment