L O A D I N G

ইউনিভার্সিটি কানাডা ওয়েস্টের বাংলাদেশ পার্টনার ( কান্ট্রি ম্যানেজার ) জনাব ওয়াহেদ সালমান সাহেব ( সর্ব বামে ) জোর দিয়ে বলতে পারবেন , শা এসোসিয়েটস এ’পর্যন্ত্য যতগুলো ভিসা করিয়েছে ; তার চার ভাগের এক ভাগও বোধহয় সারা বাংলাদেশের সব এজেন্সি মিলে করতে পারেনি |

বাংলাদেশে ইউনিভার্সিটি কানাডা ওয়েস্টকে প্রথম সামনে নিয়ে আসে শা এসোসিয়েটস | সেটা ২০১৩ সালের কথা | Mr. Mukarab Shah, Mr. Abhey Gautam, Mr. Kamal Preet Singh উনারা ছিলেন তখনকার ফার্স্ট পারসন , যাঁদের সাথে শা কাজ শুরু করে | দ্রুততম সময়ে কানাডার এমবিএ করবার দারুন সুযোগের অফার নিয়ে আসে এই বিশ্ববিদ্যালয় | স্বল্প খরচে অল্প সময়ে অফার লেটার ও ভিসা প্রাপ্তির কারণে খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠে কানাডার এই বিশ্ববিদ্যালয়টি |

ইউনিভার্সিটি কানাডা ওয়েস্টের বাংলাদেশ পার্টনার ( কান্ট্রি ম্যানেজার ) জনাব ওয়াহেদ সালমান সাহেব ( সর্ব বামে ) জোর দিয়ে বলতে পারবেন , শা এসোসিয়েটস এ’পর্যন্ত্য যতগুলো ভিসা করিয়েছে ; তার চার ভাগের এক ভাগও বোধহয় সারা বাংলাদেশের সব এজেন্সি মিলে করতে পারেনি | আমাদের রিফান্ড রিকুয়েস্টের হার ১০% | সিঙ্গেল এপ্লিকেন্ট থেকে শুরু করে পুরো পরিবার নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে এমবিএ করতে গেছেন, তার অজস্র উদাহরণ আমাদের ফেসবুক পেইজে |

আমরা চাইবো — ইউনিভার্সিটি কানাডা ওয়েস্ট তাঁদের কার্য্যক্রমে আরো স্বচ্ছতা , জবাবদিহিতা , সঠিক সময়ে রেসপন্স , সার্ভিসের ক্ষেত্রে আরো চৌকষ ও এজেন্টস নির্বাচনে গভীর মনোযোগী হবেন | ধন্যবাদ ওয়াহেদ সালমান সাহেব শা এসোসিয়েটস অফিস ভিজিট করবার জন্যে | — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment