L O A D I N G

আমি কি কোনো ব্লগ বা ফোরামের পেইজে সংযুক্ত থাকবো ?

আমরা যদি এই প্রশ্নের উত্তর দিতে যাই, তাহলে একটি শব্দেই বলবো – না ! না মিনস NO.
কারণ, সোশ্যাল মিডিয়াতে গজিয়ে উঠা এইসব ভুঁইফোড় ব্লগ বা ফোরামের নামে ইনোসেন্ট ছাত্র-ছাত্রীদের মিসগাইড করা হচ্ছে ??!! একজনের কলেজের অফার লেটার দিয়ে ভিসা হয়েছে বলে আপনি ও একটা কলেজ থেকে অফার লেটার এনে কিছু ডকুমেন্টস সাজিয়ে জমা দিয়ে দিলে ভিসা হবে—- এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে ? একজনের IELTS-6.5 স্কোর দিয়ে মাস্টার্সের অফার লেটার এসেছে বলেই যে আপনারটা ও আসবে …কে বললো ? একজনের দুই বছরের টিউশন ফি দেখিয়ে ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করে ভিসা হয়েছে বলে আপনারটা ও যে হবে—- এই পরামর্শ আপনাকে কে দিলো ? ব্লগ বা ফোরামে যারা লেখালেখি করেন কিংবা নিজেদের ক্ৰেডিট শেয়ার করে আপনাকে বিভ্রান্ত করছে ….আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি; সেটা হলো — দেশে কিংবা বিদেশে বসে পরিচালনাকারী কতিপয় ব্লগ বা ফোরামের অ্যাডমিন আমাদের মাধ্যমেই আজকে কানাডা কিংবা আমেরিকা | শা এসোসিয়েটসের কাছে যথেষ্ট প্রমান রয়েছে | কারণ, আমরা প্রমানে বিশ্বাসী | অতএব, নিজেদের ক্যারিয়ারের স্বার্থে উনারা কিন্তু ভুল করেন নাই |

কারণ, একজন এডুকেশন এজেন্ট সমগ্র বিশ্বের নানান এডুকেশনাল এসোসিয়েশন বা নেটওয়ার্কের অফিসিয়াল মেম্বার ; যা ঐ দেশের প্রত্যেকটি সরকারের নিবন্ধিত অর্গানাইজেশন | কিন্তু কোনো ফোরাম বা ব্লগ কিন্তু কোনো এডুকেশনাল নেটওয়ার্কের অফিসিয়াল মেম্বার নয়; ইভেন তাদের কোনো এডমিনের কোনোরকম পরামর্শ দেবার সনদ পর্যন্ত্য নেই | তাহলে আপনি অযথা কেন ঐসব অদৃশ্য ভুঁইফোড় ব্লগ বা ফোরামে নিজেকে ট্যাগ করে অযথা আপনার মূল্যবান তথ্য আদান-প্রদান করবেন ? কেন তাদের উল্টাপাল্টা পরামর্শে হুট্ করে হাইকমিশন ও দূতাবাসে ফাইল জমা দিয়ে নিজেকে রিফিউজ্ড স্ট্যাটাসের ব্রেকেটে আটকে দিবেন ? পরবর্তী পরামর্শের জন্য আপনি তাদের কাউকেই পরে আর খুঁজেও পাবেন না | কারণ, তাদের না আছে অফিস , না আছে কোনো স্থায়ী ঠিকানা !! কিছু হলেই বলে- ” আপনি আমাকে ইনবক্স করুন ! তারপর শুরু হয় লেনদেনের আলাপ | ” শা এসোসিয়েটসের কাছে বহু অভিযোগ ও তথ্য জমা পড়েছে | আশা করছি , সময়মতো এইসব ভুঁইফোড় ব্লগ বা ফোরামের আসল মুখোশ উন্মোচিত হবে , সময়ের অপেক্ষা মাত্র |

অতএব, আমরা ইনোসেন্ট স্টুডেন্সদেরকে বলবো — নিজের যোগ্যতায় প্রসেস করুন ; দরকার হলে দূতাবাস বা হাইকমিশনে ইমেইল করে সব তথ্য জেনে নিতে পারেন | আগে দরকার , আপনার মিনিমাম কোয়ালিটি এনসিউর করা | অন্যের সাফল্যে নিজে লাফ দিয়ে পা মচকাবেন না | অন্যকে অনুকরণ বা অনুসরণ কোনটাই করবেন না | ব্লগ বা ফোরামের চক্কর থেকে বেরিয়ে আসুন | নিজেকেই একজন এডুকেশন কনসালটেন্ট হিসেবে গড়ে তুলুন | আপনার জয় বা সাফল্য সুনিশ্চিত ! — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment