L O A D I N G

আমাদের দুটি কথা — ( একদম স্পষ্ট কথা )

১. কোনো অফিস নেই , ঠিকানা নেই , ওয়েবসাইট নেই , যোগাযোগের জন্য একমাত্র মাধ্যম মোবাইল নাম্বার —- দয়া করে এইসব অফিসের কাউন্সিলর বা মালিকের সাথে কোনোরকম সম্পর্ক করে আপনার ডকুমেন্টস , তথ্য আদান-প্রদান করবেন না !

২. শুধুমাত্র ফেসবুকে খুব সরব , কালারফুল বিজ্ঞাপণে আপনি আকৃষ্ট হয়ে ভুল সিদ্ধান্ত নিবেন না ! কারণ, কোনো সোশ্যাল মিডিয়ার কর্মকান্ডকে কানাডা বা আমেরিকা সাপোর্ট করে না ; বিশ্বাস করে না |

৩. কোনো অফিসের মালিক বা এডভাইজার আমেরিকা বা কানাডা আছে বলেই যে উনি একজন খুব পাওয়ারফুল লোক, তার যে কোনো কাগজে , সিদ্ধান্তে আপনার ভিসা হয়ে যাবে —- এমন ভাবার কোনো কারণ নাই | উনার মিষ্টি মিষ্টি কথায় কনভিন্সড হয়ে কোনোরকম লেনদেন , ডকুমেন্টস শেয়ার করবেন না !

৪. ফেসবুক নির্ভর কোনোরকম ফোরাম বা ব্লগে আপনার ফাইলের ব্যক্তিগত তথ্য , ডকুমেন্টস , অর্থ লেনদেন করবেন না | আপনার ডকুমেন্টস , স্টাডি প্লানের নমুনা নিয়ে আরেকজনের ভিসা হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না |

৫. না জেনে না বুঝে অন্যের ভাগ্যক্রমে হয়ে যাওয়া ভিসার সঙ্গে তাল মিলিয়ে নিজের ইনকমপ্লিট ফাইলকে হুট্ করে জমা দিয়ে রিফিউজ্ড হবেন না | কোনো দূতাবাস বা হাইকমিশন কোনোরকম ভিসা প্রদানে মিনিমাম রুলস এন্ড পলিসি ফলো করেনা | স্পষ্ট কথা !

এজেন্টস বা স্টুডেন্ট কাউন্সিলর নির্বাচনে সতর্ক হউন | ভার্সিটি এবং কলেজ নির্বাচনে সতর্ক থাকুন | একই ভার্সিটি বা কলেজ নিয়ে পুরো বাংলাদেশের সকল এজেন্সি কাজ করছে , এমন ভার্সিটি বা কলেজ নির্বাচনের আগে দশবার ভাবুন, বিকল্প কিছু খুঁজুন | সাবধানে পা ফেলুন | নিজের সাফল্য নিজেই তৈরী করুন |

আগামী পহেলা সেপ্টেম্বর থেকে ১০ই সেপ্টেম্বর শা এসোসিয়েটসের কর্পোরেট অফিসে ” Canada Application 10D ” পরিচালিত হবে | কানাডার টপ রেঙ্কিং ৩০টি ইউনিভার্সিটি ও ১০টি কলেজের এডমিশন নিয়ে স্পেশাল টেনডেজ !

Leave a Comment