L O A D I N G

আমাদের অফিস ভিজিট করে কাউন্সেলিং শেষে অনেকেই বলেন ….আপনাদের চার্জ এতো বেশি কেন ?

সস্তার সাত অবস্থা ….জানেন তো !

আমাদের অফিস ভিজিট করে কাউন্সেলিং শেষে অনেকেই বলেন ….আপনাদের চার্জ এতো বেশি কেন ?
অন্যান্য অফিস বলেছে মাত্র দশ হাজার টাকা ফাইল ওপেনিং ফি , আফটার ভিসা আরো দশ হাজার ! অনেকেই নাকি আবার কোনো ফিও নেন না ! ভিসার পরে আপনি যা খুশি হয়ে দেন !

আমরা কোনো কনসালটেন্সি এজেন্সির কার্য্যক্রম নিয়ে কোনো মন্তব্য করতে চাই না | এটা আমাদের কাজ ও না ! একেকটি অফিসের সার্ভিসের ধরণ একেকরকম হবে, এটাই স্বাভাবিক | কিন্তু আমরা যে কথাটি বলতে চাই , তা হলো — ধানমন্ডি রবীন্দ্র সরোবরে বসে মাটির হাড়িতে দুধমালাইর চা খেয়ে যদি রেডিসনের ফ্লেভার নেন , তাহলে তো হবে না ! সস্তার সাত অবস্থা প্রবাদ এখনো বিলুপ্ত হয়ে যায়নি ! কিংবা সাইক্লোন অফার ধামাকা অফার আখেরি অফার দিয়ে ইভ্যালির কার্যক্রমে যারা নিঃস্ব হয়ে এখন বিশ্ব ছাড়ার অপেক্ষায় , তাদেরকে শুধু একটা কথাই বলবো- নিজের ক্যারিয়ার ও ফিউচারের ক্ষেত্রে কখনোই আপস করবেন না | কখনোই সস্তার চক্করে পড়ে পস্তাবেন না ! আরেকটি জিনিস মনে রাখবেন , যেখানেই ফ্রি , সেখানেই ঘাপলা ! আপনি ক্ষতিগ্রস্ত হলে উনাকে গিয়ে কিছু বলতেও পারবেন না ….উল্টো আপনি ধমক খেয়ে চুপচাপ ওই অফিস থেকে চলে আসবেন | কারণ, যেখানে টাকা দিয়ে সার্ভিস নেওয়ার কোনো সম্পর্ক নাই , সেখানে কোনো সাউন্ড ও নাই !! আপনার ফাইল নিয়ে মহাভুল করলেও আপনি কাউকে কিছু বলতেও পারবেন না ! অতএব, সাধু সাবধান !!

[ বি-দ্রঃ: দুঃখিত- শা এসোসিয়েটসে কোনো ফ্রি সার্ভিস নেই ! ]

Leave a Comment