L O A D I N G

” আপন কাব্য ” কবিতার বইয়ের মোড়ক উন্মোচন

সুপ্রিয় কুমার চক্রবর্তী, একজন পুরোদস্তর এডুকেশন এন্ড ক্যারিয়ার কনসালট্যান্ট – এই পরিচিতির বাইরেও সিইও স্যারের আরেকটি পরিচয় উনি একজন সব্যসাচী লেখক ও কবি | আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুপ্রিয় কুমার চক্রবর্তী স্যার এ’পর্যন্ত্য পাঁচটি বই লিখেছেন | গল্প কবিতা উপন্যাস নিবন্ধ সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ | আজকে তাঁর পঞ্চম প্রকাশনা – কবিতার বই ” আপন কাব্য “-র মোড়ক উন্মোচন করতে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এডিশনাল আইজিপি মহোদয় বাবু দেবদাস ভট্টাচার্য্য | শা এসোসিয়েটসের নিজস্ব অফিস বিল্ডিংয়ের রুফটপ গার্ডেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় | প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- কবিতা গান শিল্পকলা বাঙালি জাতির রক্তে প্রবাহমান | বাঙালির প্রতিটি ধর্মীয় , সামাজিক ও অফিসিয়াল প্রোগ্রামে শিল্পকলার দারুন ব্যবহার পরিলক্ষিত হয় | আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে কবিতা লেখা অসম্ভব একটি কাজ | আর সেই কঠিন কাজটি শত ব্যস্ততার মধ্যেও সুপ্রিয় চক্রবর্তী আনন্দের সাথে করে যাচ্ছেন দেখে উনি খুবই পুলকিত ও খুশি অনুভব করছেন | নতুন প্রজন্মকে বেশি বেশি করে বই পড়তে , চিঠি লিখতে ও মোবাইল ছেড়ে একসঙ্গে বসে গল্প করতে উপস্থিত দর্শকদের বিশেষ অনুরুধ করেছেন তিনি |কবি ও সিইও স্যার তাঁর বক্তব্যে বলেন – আমি যতই কাজ পাগল হই না কেন , আমার হৃদয়ে বাস করে একটি ছোট্ট কিশোর, দুরন্ত তরুণ , টগবগে যুবকের প্রতিচ্ছবি | দেশ , মাটি ও মানুষের প্রতি আমার অন্যরকম এক টান ও ভালবাসা ; যা আমাকে লিখতে বাধ্য করে | এই দেশ কোন ধর্মীয় জনগুষ্ঠির একক সম্পত্তি নয় | এই দেশ আমাদের সকলের প্রিয় মাতৃভূমি , এই দেশকে ঘিরে যত কবিতা গান লেখা হয়েছে; বিশ্বে আর কোন দেশ নিয়ে এতো সাহিত্য রচিত হয়নি | অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন – সিইও স্যারের ব্যক্তিগত মিডিয়া রিলেশন্স অফিসার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মোশাররফ হোসাইন | পুরো অনুষ্ঠান পরিচালনা করেন শা এসোসিয়েটসের জুনিয়র কনসালট্যান্ট রুসলান শাহ আদিব | প্রধান অতিথি দেবদাস ভট্টাচার্য্য ও আমাদের আজকের অনুষ্ঠানের কবি সুপ্রিয় চক্রবর্তী স্যারকে ফুল দিয়ে বরণ, উত্তরীয় পরিধান এবং শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন আমাদের সিনিয়র কনসালট্যান্ট বাপন সাহা ও চিফ অ্যাডমিন শেখ মো: হানিফ | অনুষ্ঠান শেষে সকলের জন্য শীতের সকালের ফল ও মিষ্টির আয়োজন করা হয় |— শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment