L O A D I N G

অবশেষে আমাদের আশংকাই সত্য হলো |

কয়েকদিন আগে আমাদের শা এলিট ট্যুরস পেইজে একটি পোস্ট দিয়েছিলাম — ” আবেদনের মাত্র এক ঘন্টার মধ্যে ড্রাইভার জাকির কানাডার ভিসা পেয়েছে | তাকে অভিনন্দন …. ” যদিও পোস্টটি ব্যঙ্গত্মক ছিল — কিন্তু বাস্তবে তো তাই হচ্ছে | কতিপয় দালাল টাউট মৌসুমী ব্যবসায়ী কি সিলেটের কি চিটাগাং কি ঢাকা কি কুমিল্লার সর্বত্র এই উলুখাগড়া টাইপের সিজনাল ব্যবসায়ীগুলা যে কোনো ব্যবসাকে ধ্বংস করতে যথেষ্ট এক্সপার্ট ও দুষ্টবুদ্ধি নিয়ে ঘুরে | এক কাল্পনিক বিয়ের কার্ড বানিয়ে ৪২জন ব্যক্তির ভিসা করিয়ে এই টাউটচক্র প্রমান করেছে —- তাদের কাছে টাকা কামানোটাই মুখ্য , সার্ভিসটা মুখ্য নয় ! তাদের কারণে অন্যান্য দূতাবাস বা হাইকমিশনে বাংলাদেশী পাসপোর্ট নিয়ে নেতিবাচক ধারণা তৈরী হচ্ছে | অনেক উন্নত দেশ আমাদের মেধাবী ছাত্র-ছাত্রী , স্কিল্ড প্রফেশনাল , বিজনেসম্যানদের ভিসা দিচ্ছে না ! এটা খুবই দুঃখজনক ! এইসব প্রতারকদের সামাজিক ও পারিবারিকভাবে রুখতে হবে |

কানাডার মতন একটি রাষ্ট্রে আবুল-বাবুল , অদু-বদু , যদু-মধু যেনতেন কাগজ জমা দিয়ে চলে যাবে আর IELTS ৮.৫, ৮.০, ৭.৫, ৭.০, ৬.৫ পাওয়া স্টুডেন্টসের ফাইল রিফিউজ্ড হবে- এটা মেনে নেওয়া যায় না ! দশ থেকে বারোটা দেশ ট্রাভেল করা ব্যক্তির ভিসা রিফিউজ্ড হবে আর সাদা পাসপোর্টে ভুলভাল ফেইক কাগজ দিয়ে ভিসা হবে — এটা আমরা মেনে নিতে পারছি না ! কানাডা সরকারের উচিত — ভিসা প্রদানে আরো চৌকষ হওয়া ; মনোযোগী হওয়া , ফাইলের পিছনে সময় দেওয়া | সফটওয়্যার টেকনোলজিকে বাদ দিয়ে ইমিগ্রেশন অফিসার কিংবা ভিসা কনসুলার দিয়ে ফাইল এসেসমেন্ট করানো | তাহলেই সকল প্রকার ভুয়া লোকজন টাউট ব্যবসায়ী ধান্দাবাজ দালালদের দৌরাত্ম কমে আসবে | ফ্রি ও সস্তার সার্ভিসের চক্কর থেকে বের হয়ে আসুন ! ফেসবুক আর ইউটিউব নির্ভর ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন , এটা সরকারের দায়িত্ব | কি দেশে কি বিদেশে বসে সারাদিন ইউটিউবে আর ফেসবুকে বকবক করে চলা আরেক ধরণের টাউট গজিয়েছে — যাদের কাজই হচ্ছে আপনাকে বুঝানো – কানাডার ভিসা মানে নেপালের অন আরাইভাল ভিসা ! একদম পানির মতন সহজ ! আমাদের কাজ হলো – আপনাকে সচেতন করা | সচেতন হলে ভালো , না হলে আমাদের কোনো সমস্যা নাই ! — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment