L O A D I N G

২০২০ পরবর্তী বিদেশে উচ্চ শিক্ষা : আপনার জন্যে করণীয় !!

কঠিন এক প্রতিযোগিতার মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশ | ব্যবসা-বাণিজ্য , আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন , শিক্ষা , চাকুরী সব ক্ষেত্রেই আসছে আমূল পরিবর্তন | আপনিও কিন্তু এর বাইরে নন | এখনই সময় , সজাগ হবার , সতর্ক হবার | কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হওয়া এখন আপনার জন্যে অতি গুরুত্বপূর্ণ , যা আপনার জন্যে নিয়ে আসতে পারে সুন্দর এক ভবিষ্যতের নির্দেশনা | আসুন দেখা যাক, কি কি পরিবর্তন আনা দরকার আপনার ক্যারিয়ারে —

১. জিপিএ-5 মানেই আপনি দারুন মেধাবী একজন স্টুডেন্ট নন , আপনি বিজ্ঞান মনস্ক নন | বিজ্ঞানের সব ডালপালায় বিচরণ করুন |
২. IELTS-এ 7.0 বা 7.5 পাওয়া মানেই আপনি ইংরেজির জাহাজ নন ; কিংবা অক্সফোর্ডের প্রফেসর নন | প্রতিদিন ইংলিশ চর্চা করুন |
৩. মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরী করছেন মানে এই না যে, আপনি অনেক বুঝেন , অনেক জানেন ? আরো বিনয়ী , সদালাপী ও টিম-ওয়ার্কার হউন|
৪. ঢাকা ভার্সিটিতে ভর্তির জন্যে পাঁচ-ছয়টা কোচিং সেন্টারে যাবেন , IELTS করার জন্য নানান প্রতিষ্ঠানে যাবেন , ব্যাংকের একাউন্টস খোলার জন্যে পাঁচটা ব্যাংকে যাবেন ; অথচ বিদেশে উচ্চ শিক্ষার কথা উঠলেই এজেন্সির কাছ থেকে ফ্রি সার্ভিস নেবেন , এইসব সস্তা মানসিকতা থেকে বের হয়ে আসুন |
৫. নিজের প্রফেশন , পারিবারিক সদস্যের প্রফেশন , নিজের জ্ঞান-বুদ্ধির বাইরে অন্য প্রফেশনের লোকদেরকে আন্ডারএস্টিমেট করা থেকে নিজেকে আলাদা করে ফেলুন | বিশেষ করে , স্টুডেন্ট রিক্রুটমেন্ট এজেন্সি বা ইমিগ্রেশন কন্সাল্টেন্টদেরকে ব্রোকার , কমিশন এজেন্ট বা দালাল ভাবা থেকে বের হয়ে আন্তর্জাতিক এই প্রফেশনকে মূল্যায়ন করুন |

মনে রাখবেন, একজন ক্যারিয়ার কনসালটেন্ট আপনার জীবনের টার্নিং পয়েন্টের সবচেয়ে বড় খেলোয়াড় | ক্রিকেটের ম্যান অব দ্যা ম্যাচ কিন্তু গেইম টার্ন প্লেয়ারকেই দেওয়া হয় | ভালো থাকুন |

Meet with 5 ( Five ) CCG & ITAC Expert Consultant at SA Associates, approved by the Government of Canada. — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment