L O A D I N G

স্বপ্ন উড়ানের গল্পে নতুন পাঁচমুখ : ফল সেশন ২০২১

একসাথে আমাদের পাঁচজন স্টুডেন্টস তাঁদের পাসপোর্ট যার যার বাসায় বুঝে পেয়ে আমাদের অফিসে এসে দিয়ে গেলেন | সবাইকে নিয়ে পোস্ট দেওয়া হবে শীঘ্রই | আল-আমিন স্যারের হাত ধরে শত শত ছাত্র-ছাত্রীর মিছিলে নবীন এই পঞ্চরত্নের গল্প থাকবে আগামী পাঁচদিন | চোখ রাখুন শা এসোসিয়েটসের অফিসিয়াল পেইজে | এই ভাগ্যবান কৃতি পাঁচজন স্টুডেন্টস হলেন –

১. ইফতেখার হোসাইন সুজন
২. কাজী নুসরাত
৩. আব্দুল্লাহ
৪. ফয়েজ হামিম ফারুক
৫. ফাহমিদা আফিয়া

আল-আমিন স্যারের কাছে নেক্সট ইনটেক জানুয়ারী সেশনে ভিসার জন্যে সকল ধরণের সাপোর্ট এবং পরবর্তী সেশন মে’২০২২ ইনটেকে ভর্তি ও ভিসার সার্বিক সহযোগিতা পেতে এক্ষুনি কল করুন এই হোয়াটস্যাপ নম্বরে : 01755227766 অথবা স্যারের ইমেইলে সকল কাগজপত্র পাঠান [email protected] 

Leave a Comment