L O A D I N G

সুনামগঞ্জের মেয়ে ঝিনুক আমাদের কাজের সুনাম করুক বা না করুক, নিজের জেলার জন্য সুনাম বয়ে নিয়ে আসুক !!!

ঝিনুক আক্তার তামান্না —– মাত্র গ্রেড টেন শেষ করে একদিন হাজির আমার রুমে | খুব সাবলীল কনফিডেন্সের সাথে বললো , আঙ্কেল , আমাকে কি কানাডা পাঠিয়ে দেওয়া যাবে ? এখানে পড়তে ভালো লাগছে না ! তামান্নার ভাই ওয়ালী আশরাফ আমাদের মাধ্যমেই কানাডা গিয়েছিলো গত দুই বছর আগে ! ভাই নাকি ঐখান থেকে ইনস্পিরেশন দিচ্ছে পারলে চলে আয় | সেই থেকেই মনে একটা স্বপ্ন নিয়ে ঝিনুকের আমার অফিসে আসা | আমি ও ব্যাপারটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম | ঢাকার ENDEAVOUR স্কুলে মাত্র গ্রেড টেন পর্যন্ত্য পড়ে কানাডায় দুই বছর এ’লেভেল করে তারপর সোজা ইউনিভার্সিটিতে | শেষ পর্যন্ত্য ইউনিভার্সিটি অফ রেজিনার ICM-এ গ্রেড ইলেভেন ও গ্রেড টুয়েলভ কোর্স শেষ করে সোজা পছন্দের বিষয়ে আন্ডারগ্রেড করতে অফার লেটার পেলো তামান্না | ভিসা হাতে নিয়ে ঝিনুকের বিশ্বাস-ই হয়নি যে , সে কানাডার ভিসা পেয়েছে !!! ঝিনুক ইতিমধ্যে কানাডায় , তার ভাইয়ের কাছে |

শা এসোসিয়েটস দ্বারা যে অনেক কিছু সম্ভব , সেটা আমরা ঝিনুকের কাজ করে প্রমান করতে সমর্থ্য হয়েছি , আসলেই আমাদের দ্বারা অনেক কিছু সম্ভব | সুনামগঞ্জের মেয়ে ঝিনুক আমাদের কাজের সুনাম করুক বা না করুক, নিজের জেলার জন্য সুনাম বয়ে নিয়ে আসুক, সেই প্রত্যাশায় —— সুপ্রিয় কুমার চক্রবর্তী, সি.ই.ও

Leave a Comment