L O A D I N G

সুখী দম্পত্তি – লন্ডনে গ্রাজুয়েশন এবং কানাডায় মাস্টার্স

নাবিল রহমান ও মেহবুবা ঔসিয়া | লন্ডন থেকে গ্রাজুয়েশন , তারপর ভালোবাসার বন্ধনে বিয়ে ! কিন্তু তাদের কাছে সবকিছুর ঊর্ধে উচ্চশিক্ষা | নাবিল মাস্টার্স করতে কানাডা চলে গেছে গত ফল সেশনে আর ঔসিয়া ম্যাডাম গেলেন এই জানুয়ারী উইন্টার সেশনে ! চমৎকার IELTS স্কোর, ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডন থেকে LLB এন্ড পারিবারিক ইন্ডাস্ট্রিতে একজন লিগ্যাল এডভাইজর হিসেবে কর্মদক্ষতা ম্যাডামকে ভিসা পেতে চুম্বকের মতো কাজ করেছে | নাবিল ভাইকে নিয়ে পোস্ট অনেক আগেই দিয়েছিলাম , এবার ঔসিয়া ম্যাডামকে নিয়ে দেওয়ার কারণ হলো , ওপেন ওয়ার্ক পার্মিট নিয়ে যাবার সুযোগ থাকা সত্ত্বেও ম্যাডাম চেয়েছেন মাস্টার্সটা কানাডায় করতে এবং সেটা নিজের যোগ্যতায় | আমাদের কাজের প্রতি যাদের একবার ভরসা তৈরী হয়েছে , তারা আর অন্য কোথাও গিয়ে শান্তি ও পাবেন না , আর বড় কথা হচ্ছে সেই পরিবেশ ও নাই ! সব ক্লায়েন্টসরা সব অফিসে যেতে স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাবোধ করেন না ! শা এসোসিয়েটস ঢাকা শহরের সকল এলিট শ্রেণী কিংবা ক্লাসিকেল ফ্যামেলির জন্য যে রকম পরিবেশ দরকার, যে ধরণের কনসালটেন্ট দরকার , যে রকম নিরাপত্তার বিষয় দরকার ..তার সবটুকুই দিতে পেরেছে , ভবিষ্যতেও পারবে ! যারা একবার শা এসোসিয়েটসের কর্পোরেট অফিস , চিটাগং অফিস কিংবা গুলশান অফিস ভিজিট করেছেন , তারা এই কথার সত্যতা উপলব্ধি করতে পারবেন ! মাস্টার্স অব আর্টস ইন ক্রিমিনোলজি নিয়ে ইউনিভার্সিটি অব টরোন্টোতে পড়ার স্বপ্নে বিভোর ঔসিয়া ম্যাডামকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা ! — শা অ্যাডমিন ম্যানেজার

Leave a Comment