L O A D I N G

সিলেটের বিয়ানীবাজার গভর্মেন্ট কলেজের জুবায়ের আহমেদ নাঈম একাউন্টিং এর উপর ডিপ্লোমা করতে এখন টরোন্টোর সেনেকা কলেজে !

কংগ্রাচুলেশন্স জুবায়ের আহমেদ নাঈম ! আবারো সিলেটের বিয়ানীবাজার গভর্মেন্ট কলেজকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ , নাঈমের মতো উচ্চাভিলাষী , সুদূরপ্রসারী পরিকল্পনাকারী স্টুডেন্টকে যত্ন করে তৈরী করবার জন্যে । নাঈমের স্বপ্ন ছিল এইচএসসি শেষ করেই কানাডা , আর অন্য কোথাও নয় । বিয়ানীবাজারের ঘরে ঘরে একজন করে স্টুডেন্ট রয়েছে কানাডায় , যাদের ৯৯% আমাদের মাধ্যমে পাঠানো । নাঈম সেটা জানতো বলেই আর দেরী করেনি । টরোন্টোর সেনেকা কলেজে একাউন্টিং এর উপর অন্টারিও কলেজ ডিপ্লোমা করতে নাঈম এবার স্বপ্নের দেশে উড়ালের অপেক্ষায় । নাঈমের বাবা-মাকে আমাদের অনেক অনেক শ্রদ্ধা রইলো , শা এসোসিয়েটসকে নিৰ্বাচিত করবার জন্যে । কানাডায় নতুন ভবিষ্যতের সন্ধানে নাঈম ভাইকে আমাদের ভালবাসা । — শা অ্যাডমিন ম্যানেজার

সেপ্টেম্বর ২০২০ সেশনে ফাইল জমাদানের জন্য এক্ষুনি কল অথবা টেক্সট করুন আমাদের অফিসিয়াল নম্বরে ।
 Call us: 01755227755

Leave a Comment